Amazon Great Republic Day sale: অফারের ঝুড়ি নিয়ে এই দিন শুরু হচ্ছে বছরের প্রথম বড় অ্যামাজন সেল

Amazon Great Republic Day sale: অফারের ঝুড়ি নিয়ে এই দিন শুরু হচ্ছে বছরের প্রথম বড় অ্যামাজন সেল
HIGHLIGHTS

26 জানুয়ারি Republic Day এর উপলক্ষে Amazon Great Republic Day sale শুরু করছে

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 13 জানুয়ারি সোমবার দুপুর 12টায় শুরু হবে

রিপাবলিক সেল চলাকালীন কোম্পানি স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সে সহ একাধিক ক্যাটাগরিতে ছাড় অফার করবে

26 জানুয়ারি Republic Day এর উপলক্ষে Amazon প্রতি বছরের মতোই এবারও Great Republic Day sale শুরু করছে। ই-কমার্স সাইট অ্যামাজন তার আপকামিং সেলের তারিখ ঘোষণা করে দিয়েছে। অ্যামাজন এর 2025 সালের প্রথম সেল আগামী সপ্তাহ 13 জানুয়ারি থেকে শুরু হবে।

রিপাবলিক সেল চলাকালীন কোম্পানি স্মার্টফোন, স্মার্ট টিভি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সে সহ একাধিক ক্যাটাগরিতে ছাড় অফার করবে। সেল চলাকালীন গ্রাহকরা প্রোডাক্টে ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার পাবেন। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ থাকবে এই সেলে।

আরও পড়ুন: আর 3 দিন পর্যন্ত রয়েছে Jio এর এই সস্তা প্ল্যান রিচার্জ করার সুযোগ, মিলবে 500GB ডেটা সহ 200 দিন আনলিমিটেড কলিং

Amazon Great Republic Day sale start on 13 Jan 2025

Amazon Great Republic Day Sale 2025 কবে হচ্ছে শুরু

  • অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 13 জানুয়ারি সোমবার দুপুর 12টায় শুরু হবে।
  • প্রাইম মেম্বররা 12 ঘন্টা আগে এই সেলের এক্সেস নিতে পারবেন।

গ্রেট রিপাবলিক ডে 2025 সেলে ব্যাঙ্ক অফার

  • SBI কার্ড গ্রাহকরা ক্রেডিট এবং EMI পেমেন্টে 10 শতাংশ ছাড়ে পেতে পারেন।
  • ICICI Amazon Pay ক্রেডিট কার্ড ইউজাররা 5 শতাংশ পর্যন্ত আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন।
  • সেল চলাকালীন গ্রাহকরা নো-কস্ট EMI পেমেন্ট অপশনও পাবেন।

রিপাবলিক ডে 2025 সেলে কোন প্রোডাক্টে মিলবে কত ডিল

ই-কমার্স সাইট অ্যামাজন স্মার্টফোনে 45,000 টাকা, ল্যাপটপে 7000 টাকা, স্মার্ট টিভিতে 5500 টাকা এবং হোম অ্যাপ্লায়েন্সে 15000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেবে।

কোম্পানির তরফে এখন পর্যন্ত সেলে প্রোডাক্টের দাম প্রকাশ করা হয়েনি। তবে মাইক্রোসাইট থেকে কিছু ডিল প্রকাশ করা হয়েছে।

অ্যামাজন এর অনুযায়ী, কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং এক্সেসরিজে 75 শতাংশ পর্যন্ত ছাড়, স্মার্ট টিভিতে 65 শতাংশ এবং মোবাইল এবং এসেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

আরও পড়ুন: Oneplus 13 vs Oneplus 13R: ওয়ানপ্লাস এর দুটি লেটেস্ট ফোনে কতটা পার্থক্য, কোনটি বেশি শক্তিশালী, কে হবে আপনার সেরা চয়েস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo