অ্যামাজন ইন্ডিয়াতে 10 অক্টোবর শুর হতে চলেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেল আর এই সেল 15 অক্টোবর পর্যন্ত চলবে আর এতে মোবাইল, ফোন থেকে টিভি সব কিছুই ডিস্কাউন্টে কেনা যাবে
অ্যামাজন ইন্ডিয়াও পেটিএমবা ফ্লিপকার্টের মতন এই উৎসবের মরসুমে ন্তুনা র ভাল ডিলের ডালি নিয়ে আসে। আর এই সব ইকমার্স প্ল্যাটফর্মেই বেশ কিছু জিনিসের ওপরে ভাল ডিস্কাউন্টপাওয়া যায়। আমরা আপনাদের আমাদের আগের বেশ কিছু আর্টিকেলে এই বিষয়ে জানিয়েছি। যদিও অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল 10-15 অক্টোবর পর্যন্ত চলবে। আর এই সেল আসার আগেই আমাদের কাছে কিছু ডিলের বিষয়ে কিছু খবর আছে আর সেই ডিল গুলিই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি।
আরমা যদি এর মধ্যে কিছু ডিল দেখি তবে Moto G5s Plus, Moto E5 Plus আর Moto G6 ইত্যাদি ডিস্কাউন্টে পাওয়া যাচ্ছে। আর Moto G5s Plus ফোনটির দাম 16,999 টাকার বদলে 9,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনটি 6 মাসের EMI তে কেনা জাবে।আর এর সঙ্গে Moto E5 Plus ফোনটি 12,999 টাকা দামের বদলে 9,999টাকায় কেনা যাবে। এটিও 6 মাসের EMI তে কেনা যাবে।
আর এছাড়া Vivo র কিছু মোবাইল ফোনেও ডিল পাওয়া যাচ্ছে। আর vivo র কিছু স্মার্টফোন 4,000 টাকার ডিস্কাউন্টেও পাওয়া যাচ্ছে। আর আমরা যদি Vivo V9 Pro ফোনের বিষয়ে কথা বলি তবে এই মোবাইল ফোনটি 19,990 টাকার বদলে 17,990 টাকায় কেনা যাবে। আর এছাড়া Vivo Y83 কে 15,990 টাকার বদলে 13,990 টাকায় কেনা যাবে।
Amazon য়ের এই সেলে JBL Go স্পিকারটি 2,699 টাকার বদলে 1,399 টয়াকায় কেনা জাবে।আ র JBL Cinema SB250 র দাম 20,990 টাকার বদলে 13,990 টাকায় কেনা আজবে। আর এটি 12 মাসের নো কস্ট ইন্সটলমেন্টে কেনা যাবে।
অ্যামাজনে Mi LED TV 4C Pro টিভিটি 14,999 টাকায় কেনা জাবে।আ র এটি 9 অক্টোবর রাত 9 টায় কেনা যাবে।