অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল সেলঃ 1000 টাকার কম দামে এই টপ গ্যাজেট গুলি পাওয়া যাচ্ছে
By
Aparajita Maitra |
Updated on 04-Oct-2017
HIGHLIGHTS
আজ অ্যামাজন পাওয়ার ব্যাঙ্ক, কিছু চার্জার আর অডিও কেবেল ইত্যাদিতে ডিস্কাউন্ট দিচ্ছে
আজকের অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভেল সেলে কিছু গ্যাজেটে ছাড় পাওয়া যাচ্ছে। যা আপনি 1000 টাকার কম দামে কিনতে পারবেন। আপনি যদি বেশ কিছু দিন ধরে এই গ্যাজেট কিনতে চান তবে আপনার জন্য আজকে ভাল সুযোগ এসেছে, সস্তা দামে এই গ্যাজেট গুলি কেনার।
- এমআই এর 10000mAH পাওয়ার ব্যাঙ্ক 2 আজ Rs 999 দামে কিনতে পারেন। এটি ব্ল্যাক কালারের অপশানে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
- লেনোভো PA13000 13000 mAh পাওয়ার ব্যাঙ্কটি হোয়াইট কালারের অপশানে পাওয়া যাচ্ছে। আজ এটি আপনি Rs 999 তে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
- এম্ব্রেন P-1111 10000mAH পাওয়ার ব্যাঙ্কটি হোয়াইট আর ব্লু কালার কম্বিনেশানে পাওয়া যাচ্ছে। আজকে এই পাওয়ার ব্যাঙ্কটি Rs 649 তে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
- PNY AK10K 10000mAH পাওয়ারব্যাঙ্কটি হোয়াইট কালারে পাওয়া যাচ্ছে আর এর দাম Rs 699 রাখা হয়েছে। এখান থেকে কিনুন।
- এম্ব্রেন P-1310 13000mAH পাওয়ারব্যাঙ্কটি ব্ল্যাক আর গোল্ড কালার অপশানে পাওয়া যাচ্ছে। আজ আপনি এটি Rs 949 দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
- এম্ব্রেন P-1111 10000mAH পাওয়ারব্যাঙ্কটি ব্ল্যাক কালারে Rs 649 দামে কিনতে পারেন। এখান থেকে কিনুন।
- বোট ডুয়াল পোর্ট র্যাপিড কার চার্জার (কোয়াল্কম সার্টিফায়েড) স্মার্ট চার্জিং ইউথ কুইক চার্জ 3.0 + ফ্রি মাইক্রো USB কেবেল আর ব্ল্যাক কালারে আজেক Rs 599 দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
- বোট ইন্ট্রেস্কটেবেল 3.5mm মেল টু মেল মেটালিক অক্স অডিও কেবেল ইউথ গোল্ড প্লেটেড কানেক্টার গ্রে কালারে পাওয়া যাচ্ছে। আর এটি আপনি Rs 299 দামে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
- বোট এক্সট্রা টপ USB A টু লাইটিং কেবেল, অ্যাপেল MFI অ্যাপ্রুভড ফর অ্যাপেল আইফোন/আইপ্যাড আজ Rs 799 দামে কেনা যাচ্ছে। এখান থেকে কিনুন।