Amazon Great Freedom Festival Sale Date: এই দিন হবে শুরু, কোন স্মার্টফোনে পাওয়া যাবে কত ছাড় জেনে নিন

Updated on 03-Aug-2024
HIGHLIGHTS

Amazon Great Freedom Festival সেল 6 অগাস্ট দুপুর 12 টায় শুরু হবে

সমস্ত গ্রাহকদের তুলনায় প্রাইম মেম্বরদের জন্য গ্রেড ফ্রিডাম সেল 12 ঘন্টা আগে (রাত 12টা) শুরু হয়ে যাবে

অ্যামাজন গ্রেট ফ্রিডম সেল চলাকালীন স্মার্টফোন এবং এক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড়

Amazon Great Freedom Festival সেল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ই-কমার্স সাইট তার আপকামিং গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলের তারিখের ঘোষননা করে দিয়েছে। গ্রেড ফ্রিডম সেল 6 অগাস্ট দুপুর 12 টায় শুরু হবে। সেল চলাকালীন বিভিন প্রোডাক্টে ডিসকাউন্ট অফার করা হবে। আসুন জেনে নেওয়া যাক কী কী অফার থাকবে।

প্রাইম মেম্বরদের জন্য থাকবে আর্লী এক্সেস

প্রতিবারের মতো এবারও প্রাইম মেম্বরদের গ্রেড ফ্রিডাম সেলে আর্লী এক্সেস দেওয়া হবে। বাকি সমস্ত গ্রাহকদের তুলনায় প্রাইম মেম্বরদের জন্য 12 ঘন্টা আগে (রাত 12টা) এই সেল শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: Vivo V40 Series লঞ্চের আগেই সস্তা হল Vivo V30 5G ফোন, দুর্দান্ত ডিসকাউন্ট সহ দেদার অফার

Amazon Great Freedom Festival সেল অফার এবং ডিসকাউন্ট

স্বাধীনতা দিবসের উপলক্ষে অ্যামাজন শুরু করতে চলেছে গ্রেট ফ্রিডম সেল। এই সেলে SBI কার্ড পেমেন্টে গ্রাহকরা 10 শতাংশ পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কোন ডিভাইস কত টাকা সস্তায় কেনা যাবে।

অ্যামাজন গ্রেট ফ্রিডম সেলে স্মার্টফোনে থাকবে 40 শতাংশ পর্যন্ত ছাড়

সেল চলাকালীন স্মার্টফোন এবং এক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড়। অ্যামাজন সেলের টিজার পেজে থেকে জানা গেছে যে কোন কোন ফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে। একাধিক OnePlus স্মার্টফোনে বাম্পার ছাড় অফার করা হবে। এই তালিকায় হয়েছে এই ফোনগুলি।

  • OnePlus Nord CE 4 Lite
  • OnePlus Nord 4
  • OnePlus Nord CE 4
  • OnePlus Open
  • OnePlus 12R
  • OnePlus 12

iQOO স্মার্টফোনে থাকবে বাম্পার ছাড়

টিজার পেজ থেকে জানা গেছে যে আইকিউর একাধিক ফোন সস্তায় বিক্রি হবে। এই সেলে রয়েছে

  • iQOO Z9 Lite 5G
  • iQOO 12 5G
  • iQOO Neo 9 Pro
  • iQOO Z7 Pro
  • iQOO Z9
  • iQOO Z9x

এছাড় থাকছে POCO M6 Pro এবং POCO C65 ফোনে বিশেষ ছাড়। পাশাপাশি, গ্রাহকরা OPPO F27 Pro+, Realme Narzo 70 Pro, Tecno spark 20 Pro সহ একাধিক ফোনে বাম্পার ছাড় দেওয়া হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :