অ্যামাজন আজ এই প্রোডাক্ট গুলিতে দিচ্ছে ব্যাপক ছাড়
এই প্রোডাক্ট গুলির মধ্যে আজ আছে স্মার্টফোন, ল্যাপটপ বা পাওয়ারব্যাঙ্কের মতন বেশ কিছু প্রোডাক্ট
ইকমার্স ওয়েবসাইট অ্যামাজন অনেক সময়ই অনেক কিছুতে ডিস্কাউন্ট দেয় এবার আবার তারা এমনই কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে. আমরা আমানদের জন্য তেমনই কিছু প্রোডাক্ট নিয়ে এলাম. তবে আর দেরি না করে এই প্রোডাক্ট গুলির ডিস্কাউন্টের সুযোগ নিন.
Maxxlite Maxxlite 6000Mah Ultra Slim Leatherite Look Credit Card Sized Power Bank With Built-In Cable For Iphone And Samsung – White
এই ক্রেডিট কার্ড সাইজের পাওয়ার ব্যাঙ্কটিতে আজ অ্যামাজন 60% ডিস্কাউন্ট দিচ্ছে. সাইটে এই ডিভাইসটির আসল দাম বলা হয়েছে Rs.1,499 বলা হয়েছে যা ডিস্কাউন্টের পরে Rs.599 তে পাওয়া যাচ্ছে. এতে 6000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি আছে.
Cables Kart™ Wireless Mouse Foldable Folding Arc Optical Mice for Laptop Notebook PC – Black
এই ওয়ারলেস মাউসটি আপনি ল্যাপটপ বা নোটবুকের সঙ্গে সহজেই ব্যবহার করতে পারবেন. এটিতে অ্যামাজন 46% ডিস্কাউন্ট দিচ্ছে. এর আসল দাম Rs.700 যা ডিস্কাউন্টের পরে মাত্র Rs.375 টাকায় কিনতে পারা যাবে.
Micromax Canvas Lapbook L1160 11.6-inch Laptop Silver (Intel Quad Core/2GB/32GB emmc Flash Drive/Windows 10/Integrated Graphics)
মাইক্রোম্যাক্স ব্র্যান্ডের এই ল্যাপটপটিতে অ্যামাজন 25% ডিস্কাউন্ট দিচ্ছে. এর আসল দাম Rs.11,999 যা ডিস্কাউন্টের পরে মাত্র Rs.8,990 দিয়ে আপনার হতে পারে. এতে 1.83GHz ইন্টাল কোয়াড কোর প্রসেসার আছে. এটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে কাজ করে. এর র্যাম 2GB DDR3’র. ইন্টিগ্রেটেড গ্রাফিক্স যুক্ত 11.6 ইঞ্চির স্ক্রিন আছে এই ল্যাপটপটিতে.
Dell Inspiron 11 3162 11.6-inch Laptop (Celeron N3060 /2GB/32GB eMMC Storage /Windows 10 Home), Blue
ডেলের এই অসাধারন ল্যাপটপটি মাত্র Rs.12,999 দিয়ে আপনার হতে পারে, এর আসল দাম Rs.16,640, এতে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে 22%. এর প্রসেসার ইন্টাল সেলেরন N3060. এর স্টোরেজ 32GB eMMS. এটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমে কাজ করে. এর ব্যাটারি লাইফ 10 হর্স পাওয়ার এর এর ওজন 1.22kg. এটি ব্লু রঙে পাবেন.
Xolo Era 2 4G With VoLTE (Blue)
জোলোর এই 4G VoLTE স্মার্টফোনের আসল দাম Rs.5,299 যা 10% ডিস্কাউন্টের পরে মাত্র Rs.4,777 টাকায় আপনার হতে পারে. এই ফোনটির প্রাইমারি ক্যামেরা 5MP’র এবং এই ক্যামেরাটি LED ফ্ল্যাশ যুক্ত. এই ডিভাইসের ডিসপ্লে 5 ইঞ্চির. এতে 1GB র্যাম আর 8GB’র ইন্টারনাল স্টোরেজ আছে যা 32GB অব্দি এক্সপেন্ড করা যায়. এর ব্যাটারি 2350mAh এর.
আমেজান থেকে 4,777 টাকায় কিনুন Xolo Era 2 4G With VoLTE (Blue)
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile