আজকে অ্যামাজনের সেরা ডিলের তালিকায় স্মার্টফোন থেকে শুরু করে আরও অনেক দরকারি জিনিস আছে
এমনিতে অনলাইন শপিং পোর্টাল অ্যামাজন প্রায়ই কোন না কোন প্রোডাক্টের ওপর ভাল ডিস্কাউন্ট দেয়। তেমনি অ্যামাজন আজকে এই জিনিস গুলির ওপর খুব ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। আজকে অ্যামাজনের সেরা ডিলের তালিকায় স্মার্টফোন থেকে শুরু করে আরও অনেক দরকারি জিনিস আছে। আজকে অ্যামাজনের এই সেরা ডিলের তালিকায় কি কি আছে একাবার দেখে নেওয়া যাক। অ্যামাজনের এই ডিলের মধ্যে থেকে কিছু যদি আপনার পছন্দ হয় তবে তা আজকে এখান থেকে খুব সহজেই নিজের করতে পারবেন। তবে আসুন দেখে নেওয়া যাক যে আজকে অ্যামাজন কোন কোন প্রোডাক্টের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে।
Amazon Echo – Voice control your music, Get news, weather & more, Powered by Dolby, আজকে অ্যামাজন থেকে এই সাউন্ড সিস্টেমটি আপনি মাত্র ৬,৯৯৯ টাকায় নিজের করতে পারবেন। এই ডিভাইসটি আপনি ৩৩৩ টাকার নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টে কিনতে পারবেন। এখান থেকে কিনুন।
Moto G5s Plus, আজকে এই মোটোরোলার ফোনটি আপনি অ্যামাজনে ১৫,৯৯৯ টাকায় আপনার হতে পারে। এই ফোনটি ৭৬১ টাকার মান্থলি ইন্সটলমেন্টে কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
Sony Xperia XA Dual, আজকে এই সোনির ফোনটি অ্যামাজনে ১৪,৪৯০ টাকায় কেনা যেতে পারে। এই ফোনটি ৬৮৯ টাকার মান্থলি ইন্সটলমেন্টে কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।