digit zero1 awards

দূষণ থেকে বাঁচতে অ্যামাজনে এল কম দামের এয়ারপিউরিফায়ার

দূষণ থেকে বাঁচতে অ্যামাজনে এল কম দামের এয়ারপিউরিফায়ার
HIGHLIGHTS

আজকের এই তালিকায় সাওমি থেকে ফিলিপস সবার এয়ার পিউরিফায়ার নিজের জায়গা করে নিয়েছে

এই সময়ে সারা দেশেই দূষণের মাত্রা অনেক বেশি। আর তখন শুধু বাইরে বাঁ বাড়ির মধ্যেও দূষিত বায়ু প্রবেশ করছে। আর সেই সময়ে বাড়ির বায়ু এয়ারপিউরিফায়ারের মাধ্যমে সুদ্ধ করা যায়। আর আজকে তাই অ্যামাজনে বেশ কিছু দারুন এয়ার পিউরিফায়ারের ওপরে দারুন সব ডিস্কাউন্ট দেওয়া হচ্ছে।

আজকের এই তালিকায় সাওমি থেকে ফিলিপস সবার এয়ার পিউরিফায়ার নিজের জায়গা করে নিয়েছে।

 

Mi Air Purifier 2S 

আজকে আপনারা এই সাওমির এয়ারপিউইরফায়ারটি মাত্র 8,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 12,999 টাকা বলা হয়েছে। এটি ক্যাশ আর কার্ড দুয়ের মাধ্যমেই কেনা যাবে। এখান থেকে কিনুন।

Honeywell HAC25M1201W 53-Watt Room Air Purifier

এই 53 ওয়াটের এয়ারপিউরি ফায়ারটি আজকের আপনারা মাত্র 9,999 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 11,490 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Philips 1000 Series AC1215/20

আজকে এই ফিলিপসের এয়ারপিরিফায়ারটি আপনারা মাত্র 8,499 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 11,995 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Philips 2000 Series AeraSense AC2887/20

এই 56 ওয়াটের এয়ারপিউরিফায়ারটি আপনারা মাত্র 16,499 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 22,995 টাকা বলা হয়েছে। এখান থেকে কিনুন।

Philips 3000 Series AC3256/20 

আজকে এই ফিলিপসের এয়ারপিউরিফায়ারটি আপনারা মাত্র 23,999 টাকায় নিজের করতে পারবেন। আর এর আসল দাম সাইটে 32,995 টাকা বলা হয়েছে। এটি একটি 60 ওয়াটের এয়ারপিউরিফায়ার। এখান থেকে কিনুন।

KENT Aura Room Air Purifier 

কেন্টের এই অরা রুম এয়ার পিউরিফায়ারটি আপনারা আজকের সেলে মাত্র 7,684 টাকায় নিজের করতে পারবেন। আর সাইটে এর আসল দাম 15,999 টাকা বলা হয়েছে। এটি একটি 45 ওয়াটের পিউরিফায়ার। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo