Disney Plus Password Sharing: নেটফ্লিক্সের পর পথে ডিজনি! এই দেশে বন্ধ হল পাসওয়ার্ড শেয়ারিং

Updated on 08-Feb-2024
HIGHLIGHTS

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা পর, এবার Disney+ শীঘ্রই এমনই ব্যবস্থা নিতে চলেছে

গ্রাহকরা তাদের কোনও পরিচিতর অ্যাকাউন্টে লগ ইন করে বিনামূল্যে কন্টেন্ট দেখতে পারবেন না

সম্প্রতি ডিজনি প্লাস তাদের পরিষেবার দামও বাড়িয়ে দিয়েছে

অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Netflix পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা পর, এবার Disney+ শীঘ্রই এমনই ব্যবস্থা নিতে চলেছে। কোম্পানির এই পদক্ষেপের পর ইউজারদের তাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার (Disney Plus Password Sharing) করতে মুশকিল হবে। যার মানে হচ্ছে যে গ্রাহকরা তাদের কোনও পরিচিতর অ্যাকাউন্টে লগ ইন করে বিনামূল্যে কন্টেন্ট দেখতে পারবেন না। কোম্পানির তরফে আমেরিকায় নতুন নিয়ম লাগু করে দিয়েছে।

দ্য ভার্জের মতে, কোম্পানি তার সার্ভিস এগ্রিমেন্টে স্পষ্টভাবে এই বিষয়ে জানিয়েছে। এর মানে এখন গ্রাহকের বাড়ির বাইরে পাসওয়ার্ড শেয়ার করা নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন: Realme 12+ 5G Spotted: 12 জিবি পর্যন্ত RAM সহ এখানে ধরা দিল রিয়েলমির নতুন ফোন!

আমেরিকা এবং কানাডার নতুন জন্য এই শর্তটি কার্যকর করা হয়েছে। মনে করিয়ে দি যে সম্প্রতি ডিজনি প্লাস তাদের পরিষেবার দামও বাড়িয়ে দিয়েছে। কোম্পানি এক বছর হতেই দ্বিতীয়বার তাদের চার্জ বাড়িয়ে দিয়েছে।

ডিজনি প্লাস হটস্টার প্ল্যানের কথা বললে, ভারতীয় গ্রাহকদের বিজ্ঞাপন ছাড়া কন্টেন্ট দেখার জন্য 1499 টাকা খরচ করতে হয়ে বছরে। এর পাশাপাশি, বিজ্ঞাপনের সাথে এক বছরে বেস প্ল্যান 899 টাকা দিতে হবে।

আরও পড়ুন: BSNL Plan: জিও-এয়াটেল এর ঘুম উরিয়ে দিল সরকারী কোম্পানি, 100 টাকা দামে এক মাসের বেশি ভ্যালিডিটি!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :