কনজিউমার ইলেকট্রনিক শো বা CES 2023 একগুচ্ছ নতুন প্রোডাক্ট, প্রযুক্তির সাক্ষী থাকল। গোটা পৃথিবী থেকে নানা দারুন দারুন ভাবনা প্রদর্শিত হল এখানে। আর সেই অনুষ্ঠানেই Acer-এর তরফে একটি নতুন প্রোডাক্টের এক ঝলক দেখানো হয়েছে। এই ডিভাইসের প্রথম ঝলক সবাইকে মুগ্ধ করে দিয়েছে। শুধু তাই নয় একই সঙ্গে বোঝা গেছে এই কোম্পানি তাঁদের গ্রাহকদের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে চাইছে। সেই কারণেই তাঁরা স্মার্ট থুড়ি ফিটনেস বাইক আনতে চলেছে।
Acer-এর তরফে এই অনুষ্ঠানে ফিটনেস বাইক এবং স্মার্ট ডেস্ক সম্বলিত একটি নতুন ডিভাইসের কনসেপ্ট এখানে দেখানো হয়েছে। এই বাইকের মাধ্যমে তৈরি করা যাবে ইলেকট্রিসিটি। আর সেই ইলেকট্রিসিটি সাহায্যে আপনি আপনার অন্যান্য একাধিক ডিভাইস চার্জ দিতে পারবেন, সে আপনার স্মার্টফোন হতে পারে বা ল্যাপটপ। কিন্তু এই স্মার্ট বাইকের বিষয়ে এতদূর পড়ে মোটেও এটাকে পেলোটন বাইক ভাববেন না। তাহলে কিন্তু গন্ডগোল করে ফেলবেন। এটার কারণ হচ্ছে Acer যে নতুন স্মার্ট বাইক এনেছে, অর্থাৎ eKinekt BD3 ডেস্ক বাইক আদতে এই দুইয়ের মিশ্রণে তৈরি হয়েছে।
Acer-এর তরফে জানানো হয়েছে, এই নতুন ডিভাইসের মাধ্যমে কাইনেটিক এনার্জি উৎপন্ন হবে। শুধু তাই নয়, এই কোম্পানির তরফে আরও জানানো হয়েছে যে 60 rpm-এ যদি কেউ একটানা এক ঘণ্টা এই বাইক চালান তাহলে সেখানে 75W সেলফ জেনারেটেড ক্ষমতা উৎপন্ন হতে পারে।
এই ডিভাইসে গ্রাহকরা পাবেন একটি LCD ডিসপ্লে। এই ডিসপ্লেতে যিনি বাইক চালাচ্ছেন তিনি দেখতে পারবেন যে তাঁর স্বাস্থ্য কতটা উন্নতি করল। পাশাপাশি দেখা যাবে রিয়েল টাইম প্রোগ্রেস, দূরত্ব এবং গতি। একই সঙ্গে ব্যবহারকারী জানতে পারবেন তিনি কতটা ক্যালোরি লুজ করলেন। এই ডিসপ্লের সঙ্গে থাকবে একটি কম্প্যানিয়ন স্মার্টফোন অ্যাপ।
যিনি এই বাইক ব্যবহার করবেন তিনি দুটি মোডে এই বাইক চালাতে পারবেন। আপনি যদি কাজ করতে করতে এটা চালাতে চান অর্থাৎ ওয়ার্কিং মোড হিসেবে ব্যবহার করতে চান তাহলে চেয়ারটা ডেস্কের আরও কাছে যাবেন এটার ফলে আপনি ডেস্কে ল্যাপটপ রেখে কাজ করতে করতে সহজেই প্যাডেল করতে পারবেন। এছাড়া আরেকটি যে মোড আছে সেটা হল স্পোর্টস মোড। এই মোডে আপনার ডেস্ক একটু সামনে এগিয়ে যাবে। এটার ফলে আপনি প্যাডেল করার জন্য বেশি লেগ স্পেস পেয়ে যাবেন। এছাড়া ব্যবহারকারীরা তাঁদের সুবিধা মতো এই স্মার্ট বাইকের উচ্চতা এবং সিট অ্যাডজাস্ট করতে পারবেন।
এই বাইকটির ডেস্ক এবং প্রোটেক্টিভ কভারিং পোস্ট কনজিউমার রিসাইকেল্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে Acer। চলতি বছরের জুন মাসে এই স্মার্ট বাইক উত্তর আমেরিকা এবং ইউরোপের বাজারে নিয়ে আসবে এই সংস্থা। 999 মার্কিন ডলার এবং EUR 999 রাখা হবে এই স্মার্ট বাইকের দাম, এমনটাই জানানো হয়েছে কোম্পানির তরফে। ফলে এর দাম ভারতীয় মূল্যে প্রায় 83,000 টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে। যদিও ভারতে কবে এটি আসবে, আদৌ আসবে কিনা সেটা জানানো হয়নি।