সুপ্রিম রায়ের পরে এবার বাধ্য নয় আধার, তবে লিঙ্ক থাকতে হবে প্যানের সঙ্গে!
By
Digit Bangla |
Updated on 28-Sep-2018
HIGHLIGHTS
সুপ্রিম কোর্টের এই রায়ের পরে এবার নতুন মোবাইল কানেকশান, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্কুল অ্যাডমিশান ইত্যাদির জন্য আধার নাম্বার দেওয়া বাধ্যতামূলক নয়
আধার কার্ড নিয়ে প্রায়ই বিভিন্ন খবর আসতে থাকে। আর এর মধ্যে এও জানা যায় আর বেশ কয়েকবার দেখাও গেছে জে সর্বত্র আধার লিঙ্কের পরে আধার তথ্য লিক হওয়ার সম্ভবনা থেকেই গেছে।
কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পরে আর ইউনিক অথেন্টিকেশান নাম্বার আর বাধ্যতামূলক নয়। আর এর সঙ্গে অবশ্য সুপ্রিম কোর্ট এও বলেছে যে আধার বৈধ হলেও বাধ্য নয় আর।
যদিও ইতিমধ্যে দেশের বহু মানুষই প্রায় সব কিছুর সঙ্গেই আধার লিঙ্ক করে নিয়েছেন। তাও সুপ্রিম কোর্টের এই রায় কে যুগান্তকারী রায় বলেই মনে করা হচ্ছে।
তবে এর সঙ্গে বেশ কিছু জিনিসের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। আসুন এই বিষয়ে ডিটেলসে দেখে নেওয়া যাক।
এই জিনিসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে
- প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক করতে হবে।
- ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য আধার থাকা বাধ্যতামূলক।
- আর এছাড়া সরকারের দেওয়া সাবসিডি যুক্ত স্কিমের সুবিধা নেওয়ার জন্যও আধার থাকা বাধ্যতামূলক।
আর এদের সঙ্গে আধার লিঙ্ক করতে হবেনা
- সুপ্রিম কোর্টের রায়ের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময়ে আধার লিঙ্ক করার দরকার নেই।
- সেকশান 57 সরানোর পরে টেলিকম আর ই-কমার্স কোম্পানি গুলিতেও এবার আর আধার লাগবেনা। আর তাই ফোন কানেকাশান নেওয়া বা অনলাইন শপিংয়ের জন্য আধার নাম্বার বাধ্যতামূলক নয়।
- স্কুল ভর্তী হওয়ার জন্যও আধার ডিটেলস লাগবেনা।
- CBSE, UGC আর NEET তে রেজিস্ট্রেশানের সময়ে আধার অনিবার্য নয়।