Aadhaar Card Free Update last date: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় বাড়ল, শেষ তারিখ কবে জেনে নিন

Aadhaar Card Free Update last date: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় বাড়ল, শেষ তারিখ কবে জেনে নিন
HIGHLIGHTS

আধার কার্ড বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ আবার বাড়িয়ে দেওয়া হয়েছে

আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এখন 3 মাস বাড়িয়ে 14 মার্চ 2024 করা হয়েছে

ব্যবহারকারীরা এখন মার্চ মাস পর্যন্ত আধার কার্ডে এড্রেস প্রুফ বিনামূল্যে আপডেট করাতে পারেন

Aadhaar Card Free Update last date: আধার কার্ড বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্ত সেই সমস্ত লোকেদের কাজে আসতে পারে, যারা গত 10 বছরে তাদের আধার কার্ড আপডেট করেননি। সরকার এই সুবিধা এখন মার্চ 2024 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে।

আধার কার্ড আপডেট করার শেষ তারিখ এখন 3 মাস বাড়িয়ে 14 মার্চ 2024 করা হয়েছে। ব্যবহারকারীরা এখন মার্চ মাস পর্যন্ত আধার কার্ডে এড্রেস প্রুফ বিনামূল্যে আপডেট করাতে পারেন। এছাড়া নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ছবি এবং বায়োমেট্রিক বিবরণও আপডেট করা যেতে পারে।

আরও পড়ুন: ভারতের প্রথম Snapdragon 8 Gen 3 চিপ সহ iQOO 12 5G লঞ্চ, দাম কত জানেন?

বলে দি যে বর্তমান সময় দেশে বেশিরভাগ ক্ষেত্রে প্ররিচয় পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) এর তরফে ব্যবহারকারীদের তাদের আধার কার্ড আপডেট করাতে বলা হয়েছিল। যারা 10 বছরের বেশি সময় ধরে তাদের আধার আপডেট করেননি তাদের জন্য আধার আপডেট করা প্রয়োজন।

UIDAI জানিয়েছে যে লোকেদের পরিচয়ের প্রমাণ (POI) এবং ঠিকানার প্রমাণ (POA) যাচাই করতে হবে।

আধার কার্ড অনলাইনে আপডেট করবেন কীভাবে

Aadhaar Card অনলাইনে আপডেট করবেন কীভাবে

আধার কার্ডে এড্রেস আপডেট করার জন্য আপনাকে myAadhaar পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন।

আপনাকে সবার প্রথম আধার পোর্টল https://myaadhaar.uidai.gov.in/ যেতে হবে।

আপনার আধার নম্বর টাইপ করুন এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP দিয়ে ভরতে হবে।

Aadhaar Card Free Update last date extend
Aadhar Card Free Update last date extend

এখান আপনাকে ‘অনলাইন আপডেট সার্ভিস’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর Update Aadhar Online অপশনে গিয়ে, আপনি নাম, ঠিকানা বদল করতে পারেন। এবার Proceed to Update Aadhar অপশনে ক্লিক করে দিন।

এবার আপনাকে একটি রিকওয়েস্ট নম্বর দেওয়া হবে যার মাধ্যমে আপনি আপডেট স্ট্যাটাস দেখতে পারবেন।

আরও পড়ুন: Prepaid Plans: 200 টাকার কমে 3 সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে 34GB পর্যন্ত ডেটা, আনলিমিটেড কলিং

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo