Aadhaar Card Free Update: বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সুযোগ, এই দিন থেকে দিতে হবে টাকা

Aadhaar Card Free Update: বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সুযোগ, এই দিন থেকে দিতে হবে টাকা
HIGHLIGHTS

বর্তমান সময় Aadhaar Card একটি দরকারী ডকুমেন্টের মধ্যে একটি

Aadhaar Card Free Update করার ডেডলাইন এই মাসেই 14 সেপ্টেম্বর শেষ হতে চলেছে

14 সেপ্টেম্বরের পর আধার কার্ড আপডেটের জন্য 50 টাকা খরচ করতে হবে

Aadhaar Card Free Update: বর্তমান সময় আধার কার্ড একটি দরকারী ডকুমেন্টের মধ্যে একটি। কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতেই হোক বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্যই হোক, আধার কার্ডের দাবি প্রায় সব জায়গায়। এমন সময় আপনার আধার কার্ড যদি আপডেট করার প্রয়োজন হয় তবে এটাই সুযোগ। কারণ বিনামূল্যে আধার কার্ড আপডেট করার ডেডলাইন এই মাসেই শেষ হতে চলেছে। ডেডলাইন শেষ হওয়ার পর আধার আপডেটের জন্য টাকা খরচ করতে হবে।

Aadhaar Card Free Update করার ডেডলাইন 14 সেপ্টেম্বর

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) 10 বছর বা তার আগে তৈরি হওয়া আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে। এর আগেও আধার কার্ড আপডেট করার ডেডলাইন এগিয়ে দেওয়া হয়েছে। সবার প্রথম এটি 14 মার্চ থেকে বাড়িয়ে 14 জুন 2024 করে দেওয়া হয়েছিল। আবার শেষ তারিখ বাড়িয়ে 14 সেপ্টেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Reliance Jio এর 98 দিনের সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 2জিবি ডেটা সহ আনলিমিটেড কলিং

Last chance to update Aadhaar Card

14 সেপ্টেম্বরের পর আধার কার্ড আপডেটের জন্য 50 টাকা খরচ করতে হবে। বলে দি যে ইউআইডিএআই এর তরফে দেওয়া বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা শুধু মাত্র myAadhaar Portal থেকে করা যাবে।

কীভাবে অনলাইনে আধার ডিটেল আপডেট করবেন?

UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ এ লগইন করতে হবে।

মাই আধার পোর্টলে যেতে হবে এবং রেজিস্টার মোবাইল নম্বর এন্টার করে OTP ভরতে হবে।

এবার আপনার ডিটেলগুলি দেখে নিন, যদি আপনার সমস্ত ডিটেল সঠিক থাকে তবে সঠিক বক্সে টিক করে দিন।

যদি জনসংখ্যা সংক্রান্ত তথ্য ভুল পাওয়া যায়, তাহলে ড্রপ-ডাউন মেনু থেকে পরিচয় নথিটি নির্বাচন করুন এবং নথিটি আপলোড করুন৷

এই ডকুমেন্টটি JPEG, PNG এবং PDF ফরম্যাটে আপলোড করা যেতে পারে।

আরও পড়ুন: Flipkart Big Billion Days Sale 2024: এই দিন শুরু হবে ফ্লিপকার্টের সবচেয়ে বড় সেল, ফাঁস হল তথ্য

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo