আজব গ্রহের আজব কথা, নতুন এই গ্রহ বিষয়ে বিজ্ঞানীরা কি বলছেন

আজব গ্রহের আজব কথা, নতুন এই গ্রহ বিষয়ে বিজ্ঞানীরা কি বলছেন
HIGHLIGHTS

এই মহাজাগতিক গ্রহটি আসলে গ্রহ আর ব্রাউন ডোয়ার্ফ নক্ষত্রের মাঝামাঝি একটি বস্ত

মহাকাশের কিছু নিজস্ব নিয়ম আছে আর আমরা সবাই সেই নিয়মের মধ্যে আবদ্ধ কিন্তু যদি এরকম হয় যে সেই নিয়ম আচমকাই ভেঙ্গে যায়। ভাবছেন কোন নিয়মের কথা বলছি? আর কি ভাঙ্গার কথাই বা বলা হচ্ছে?

আসলে সম্প্রতি এমন এক আজব গ্রহের সন্ধান পাওয়া গেছে যা অবাক করেছে সবাইকে। এই নতুন গ্রহটি সৌরজগতের সব থেকে বড় গ্রহ বৃহস্পতির থেকেও আকারা বড় অনেকটাই। আর এর থেকেও বড় কথা এই যে এই গ্রহটি কোন একটি নির্দিষ্ট নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছেনা।

এই আশ্চর্য গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। ‘দ্যা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’ এ এই নতুন আশ্চর্য গ্রহের বিষয়ে জানা গেছে।

আন্তর্জাতিক ওয়েবসাইট ‘জিনহনেট.কম’ এ প্রাকশিত একটি খবর থেকে জানা গেছে যে এই গ্রহটি সূর্য থেকে 20 আলোকবর্ষ দূরে আছে। আর এর বয়স 200 মিলিয়ান বছর। অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষক মেলোডি কাও জানিয়েছেন ঠিক গ্রহ না এই মহাজাগতিক গ্রহটি আসলে গ্রহ আর ব্রাউন ডোয়ার্ফ নক্ষত্রের মাঝামাঝি একটি বস্ত। এর থেকে বিশাল চৌম্বক বিকিরণ  লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। এই বিকিরণ এতটাই বেশি যে আমাদের পৃথিবীর মেরুপ্রদেশ থেকে তা দেখা গেছে।

নতুন এই বিকিরণ থেকে নতুন পর্যবেক্ষন করা সম্ভব হবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

ইমেজ সোর্সঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo