আপনি কি জানেন Gmail রোজ আমাদের প্রায় 15 বিলিয়ন অবাঞ্ছিত মেসেজের হাত থেকে বাঁচায়? 99.9% স্প্যাম, ফিশিং লিংক বা ম্যালওয়্যার যুক্ত মেইলকে আসতেই দেয় না অ্যাকাউন্টে। হ্যাঁ, সম্প্রতি Google -এর তরফে এমনটাই তাদের একটি সাপোর্ট পেজে জানানো হয়েছে। তবুও এত বাদ বিচার করার পরও কিছু সন্দেহজনক মেইল আমাদের অ্যাকাউন্টে চলে আসে যা আমাদের কোনও সাবস্ক্রিপশন রিনিউ করতে বলে বা কোনও উপহারের লোভ দেখায়।
আপনার উচিত এই ধরনের মেইল থেকে সতর্ক থাকা। এগুলো অধিকাংশই ভুয়ো এবং প্রতারকদের পাতা ফাঁদ হয়ে থাকে। এগুলোর সাহায্যেই হ্যাকাররা আপনার অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিতে পারে। এই মেইলে থাকা কোনও লিংক ইত্যাদি ক্লিক করলেই সর্বনাশ।
আপনি যদি আপনার অ্যাকাউন্টকে কোনও রকমের প্রতারণা এবং হ্যাকারদের হাত থেকে বাঁচাতে চান তাহলে Google -এর তরফে প্রকাশ করা তালিকা দেখুন। এখানে এই ক্ষতিকর মেইল চেনার উপায় এবং সাবধান বাণী বলা হয়েছে। Google -এর একটি ব্লগ অনুযায়ী এই সংস্থা কখনই আপনার কোনও ব্যক্তিগত তথ্য দিতে বলে না।
আপনার ব্যক্তিগত তথ্য চেয়ে যদি কোনো মেইল আসে তাহলে ধরেই নেবেন যে সেটা ভুয়ো মেইল। যে কোনও প্রতারণার হাত থেকে বাঁচতে দেখুন আপনার কী কী করণীয় আর কী কী নয়।
1. আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড। সে আপনার সোশ্যাল মিডিয়ার হোক বা ব্যাংকের এই তথ্য কাউকে দেবেন না।
2. সোশ্যাল সিকিউরিটি নম্বর কাউকে বলবেন না।
3. ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর নিজের কাছেই রাখবেন কেবল। কেবল ইমেল নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এই তথ্য শেয়ার করবেন না।
4. কোনও পিন কাউকে দেবেন না।
5. ক্রেডিট কার্ড নম্বর কাউকে দেবেন না।
6. মায়ের নাম কাউকে জানাবেন না।
7. আপনার জন্মদিন কাউকে জানাবেন না।
8. ইমেইলে কাউকে কোনও তথ্য দেবেন না।
9. ইমেইলে এমেড করা লিংক বা ফাইল ডাউনলোড করবেন না।
কোনও সন্দেহজনক মেইল পেলে কী কী করবেন দেখে নিন।
Google -এর তরফে বলা হয়েছে যে Google মেইল পাঠিয়েছে এমন দাবি করে কোনও মেইল যদি পান সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট করুন।
ধরা যাক আপনি ভুল করে সেই ভুয়ো মেইলে কোনও তথ্য দিয়ে ফেলেছেন। তখন? তখন আগে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এমন কোনও লেনদেন হয়েছে কিনা যা আপনি করেননি।
ব্যাংককে সচেতন করুন।
পাসওয়ার্ড, ইত্যাদি দ্রুত বদলে ফেলুন।