আজকাল ব্যস্ত জীবনে মানুষ সবসময় চেষ্টা করছে কী করে কয়েক সেকেন্ড হলেও বাঁচানো যায়। তাই খুচরো সমস্যা থেকে ক্যাশ লেনদেনের ঝামেলা এড়াতে অনেকেই UPI লেনদেনের উপর নির্ভর করে থাকেন। আর এটার ফলে দিন দিন অনলাইন লেনদেনের পরিমাণ এবং সংখ্যা দুই বেড়ে চলেছে। এক সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। হ্যাঁ, আপনিও হয়তো আপনার অসতর্কতার কারণে কোনও প্রতারকের ফাঁদে পড়তেন পারেন। তাই যে কোনও রকমের বিপদ এড়াতে UPI লেনদেনের সময় মাথায় রাখুন এই 6 জিনিস। সেগুলো কী কী দেখে নিন।
আপনার জীবনে কোনও গোপন কথা থাক বা না থাক, স্মার্টফোন ব্যবহার করলে অবশ্যই স্ক্রিন লক ব্যবহার করুন। এটা থাকা অত্যন্ত জরুরি। আর স্ক্রিন লক থাকা মানে UPI লেনদেনকে বিষয়টা অনেকটাই নিরাপদ করে। ফোন বেশি সুরক্ষিত থাকবে। আপনার ফোন যদি কখনও চুরিও হয়ে যায় জানবেন 1-2 ঘণ্টা অসুবিধা নেই। আর ততক্ষণে আপনার যা স্টেপ নেওয়ার আপনি নিয়ে নিতে পারবেন।
এটা হচ্ছে সব থেকে জরুরি। UPI লেনদেন হোক বা ব্যাংক ট্রান্সফার, কখনই পিন বা OTP শেয়ার করবেন না। অনেকেই হয়তো নিজেদের ব্যাংকের বা UPI এর প্রতিনিধি বলে আপনাকে পরিচয় দিয়ে নানা তথ্য নিতে চাইবে, সেই বিষয়ে সতর্ক থাকুন। যাই হয়ে যাক না কেন নিজের পিন বা OTP কাউকে দেবেন না। বরং এমন কোনও ফোন পেলে সেটা পুলিশকে জানান।
আমাদের SMS -এ অনেক সময় নানা প্রলোভন দেওয়া লিংক আসে। এত টাকা জিতেছেন, এটা করলে সেটা পাবেন, বা অন্য কিছু। ভুলেও এসব লিংকে ক্লিক করবেন না। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আসা কোনও লিংকেও শিওর না হয়েও ক্লিক করবেন না। এতে বিপদ হতে পারে। মনে রাখবেন এই লিংকের মাধ্যমে ক্লিক করলে ফোনে ম্যালওয়্যার ইনজেক্ট হয়ে যেতে পারে বা আপনার অজান্তেই থার্ড পার্টি অ্যাপ ইনস্টল হতে পারে। তাই সাবধান থাকুন।
আপনি যে অ্যাপ দিয়ে বেশি লেনদেন করেন কেবল সেটাই রাখুন। একাধিক অ্যাপ ফোনে রাখার দরকার নেইম এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। হয় Google, Pay, বা PhonePe, কিংবা Paytm, কিছু একটা ব্যবহার করুন। সব অ্যাপ ফোনে রাখবেন না। একাধিক অফার, ইত্যাদির লোভ ত্যাগ করুন। নিরাপদে থাকুন।
টাকা পাঠানোর সময় বারবার দেখে নিন কাকে টাকা পাঠাচ্ছেন আর কত। 20 টাকা পাঠাতে গিয়ে 200 বা তার বেশি পাঠিয়ে ফেলবেন না যেন। তাড়াহুড়ো নয়, বরং ধীরস্থির ভাবে, শান্ত মাথায় লেনদেন করুন। সতর্ক হয়ে হয়ে পাঠান।
EMI বা ইলেকট্রিক বিল মেটানোর লিংক, ইত্যাদি এলে তাতে পা দেবেন না। অনেক সময় প্রতারকরা কিন্তু এমন ভাবে UPI লেনদেনের রিকোয়েস্ট পাঠায়। সেটা একদম করবেন না। কোনও অপরিচিত বা অজানা পেমেন্ট রিকোয়েস্ট এলে ক্যানসেল করে দেবেন।