5G In India: এই 13টি শহরে প্রথমে লঞ্চ হবে 5G, দেখে নিন লিস্টে আপনার শহর রয়েছে কিনা
ভারতে 5G সার্ভিস (5G Service) শীঘ্রই লঞ্চ হতে চলেছে
রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel) এই মাসের শেষের দিকে ভারতে তাদের 5G পরিষেবা চালু করতে পারে
5G এর স্পিড 4G এর চেয়ে 10 গুণ ফাস্ট হবে
ভারতে 5G সার্ভিস (5G Service) শীঘ্রই লঞ্চ হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, দুটি বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এয়ারটেল (Airtel) এই মাসের শেষের দিকে ভারতে তাদের 5G পরিষেবা চালু করতে পারে। লেটেস্ট রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ভারত সরকার 29 সেপ্টেম্বর ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) এর উদ্বোধনে 5G লঞ্চ করবে। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) বলেছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব ভারতে 5G চালু করা হবে। তিনি আরও জানিয়েছেন যে 5G এর স্পিড 4G এর চেয়ে 10 গুণ ফাস্ট হবে।
এই শহরগুলিতে শীঘ্রই শুরু হবে 5G সার্ভিস
রিপোর্ট থেকে জানা গিয়েছে যে 5G সার্ভিস পর্যায়ক্রমে শুরু হবে এবং প্রথম পর্যায়ে, শুধুমাত্র নির্বাচিত শহরগুলি ফাস্ট-স্পিড ইন্টারনেট সার্ভিস পাবে। বিশেষ বিষয় হল প্রথম ধাপে মাত্র 13টি শহরে 5G পরিষেবা চালু করা হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন শহরগুলি প্রথমে 5G পরিষেবা শুরু করতে চলেছে:
- আহমেদাবাদ
- ব্যাঙ্গালোর
- চণ্ডীগড়
- চেন্নাই
- দিল্লি
- গান্ধীনগর
- গুরুগ্রাম
- হায়দ্রাবাদ
- জামনগর
- কলকাতা
- লখনউ
- মুম্বাই
- পুনে
সব সংস্থার তরফে জানানো হয়েছে 5G এলেও বন্ধ হবে না 4G। সেটা চলবে। ফলে আপনার পুরনো 4G স্মার্টফোন সানন্দেই চলবে। ভয় পাওয়ার কোনও কারণ নেই। এই বিষয়ে জেনে রাখুন এখন, আপাতত দেশের মোট 13 শহরে শুরু হচ্ছে 5G পরিষেবা। গোটা দেশে এই পরিষেবা চালু হতে এখনও বহু সময় লাগবে। তাই সোশ্যাল মিডিয়ায় যেমনটা বলা হচ্ছে যে 5G এলে 4G এর স্পিড কমে যাবে। তা ব্যবহারের অযোগ্য হয়ে উঠবে এটা একদম ভুল। আপনি নিশ্চিন্তে আপনার 4G ফোন ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ 5G network নিলে তার জন্য 5G ফোন থাকা বাধ্যতামূলক।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile