অপেক্ষার অবসান! নতুন বছরের শুরুতেই আসতে চলেছে দ্রুত গতির 5G

Updated on 29-Dec-2021
HIGHLIGHTS

২০২১-এর ৩১ ডিসেম্বরের মধ্যেই 5G পরিষেবার প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে

এর জন্য খরচ হবে প্রায় ২২৪ কোটি টাকা

মোট ১৩টি শহরে বিদ্যুৎ গতিতে চলবে ইন্টারনেট

অবশেষে খুশির বার্তা নিয়ে আসছে  টেলিকমিউনিকেশন বিভাগ (Department of Telecommunications)। তারা জানিয়েছে, নতুন বছর থেকেই দেশের কয়েকটি শহরে শুরু হতে চলেছে 5G ইন্টারনেট পরিষেবা।

2021-এর 31 ডিসেম্বরের মধ্যেই 5G পরিষেবার প্রাথমিক কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছে তারা। এর জন্য খরচ হবে প্রায় 228 কোটি টাকা। ইতিমধ্যেই 5G নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং 5G পরিষেবা শুরু করে দিয়েছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং রিলায়্যান্স জিও-এর মতো মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। এই পরিষেবার কারণে গত 36 মাস ধরে যৌথ ভাবে কাজ করছে IIT বম্বে, IIT দিল্লি, IIT হায়দরাবাদ, IIT মাদ্রাস, IIT কানপুর এবং IISc বেঙ্গালুরু।

বিশেষ সূত্রের খবর, 2022 সাল থেকেই দিল্লী, মুম্বই, কলকাতা, চেন্নাই, গুরুগ্রাম, হায়দরাবাদ, লখনউ, পুনে, গান্ধীনগর, বেঙ্গালুরু, চণ্ডীগড়, জামনগর, আহমেদাবাদে শুরু হতে পারে 5G পরিষেবা। এই 13টি শহরে বিদ্যুৎ গতিতে চলবে ইন্টারনেট।

স্পেকটার্ম নিলাম হতে পারে 2022 সালের মার্চ মাসে। এই পরিষেবা একবার চালু হয়ে গেলে, ইন্টারনেট ডেটা স্পিড বেশকিছুটা বেড়ে যাবে। আর তার অপেক্ষাতেই দিন গুনছেন ইন্টারনেট ব্যবহারকারীরা।

 

Connect On :