Amazon-এর সেরা 5 বিক্রিত ট্যাবলেটে মিলছে দারুন ছাড়, তালিকায় আছে Apple, Realme-এর ডিভাইস

Updated on 28-Mar-2023
HIGHLIGHTS

Amazon -এর তরফে দেশে বিক্রি হওয়া সেরা ট্যাবলেটগুলোকে তাদের ওয়েবসাইটে হাইলাইট করেছে

এই ট্যাবলেটগুলোতে এখন ব্যাপক ছাড় মিলছে

Apple, Samsung, Realme -এর মতো ব্র্যান্ডের ট্যাবলেট আছে এতে

ট্যাবলেটে থাকে বড় স্ক্রিন এবং উন্নতমানের ফিচার। ফলে সবটা মিলিয়ে উন্নতমানের মিডিয়া এক্সপিরিয়েন্স পাওয়া যায় এখানে। এটাকে আপনি চাইলে E-Book হিসেবে ব্যবহার করতে পারেন, দারুন গেমিং এক্সপিরিয়েন্স পেতে চাইলেও এটার বিকল্প হতে পারে। এমনকি আপনি চাইলে আপনি আপনার মনিটরের সেকেন্ডারি ডিভাইস হিসেবে এটাকে ব্যবহার করতে পারবেন। আপনিও যদি এখন ট্যাবলেট কেনার কথা ভেবে থাকেন আর সেরা ট্যাবলেট খুঁজে থাকেন তাহলে দেখুন Amazon -এ বিক্রি হওয়া সেরা 5 ট্যাবলেটের খোঁজ। 

ভারতের সেরা 5 ট্যাবলেট

Realme Pad

এই ট্যাবে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। সঙ্গে এখানে আছে 10.4 ইঞ্চির একটি WUXGA+ স্ক্রিন, Dolby Atmos কোয়াড স্পিকার সহ 7100 mAh ব্যাটারি। এখানে আছে MediaTek Helio G80 প্রসেসর। এখন এটির উপর 40% ছাড় মিলছে। ফলে এটি এখন মাত্র 17,989 টাকায় কেনা যাচ্ছে। 

Lenovo Tab P11 Plus Tablet

এখানে আছে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে 11 ইঞ্চির একটি 2K ডিসপ্লে মিলবে। সঙ্গে থাকবে 60 HZ রিফ্রেশ রেট। MediaTek Helio G90T প্রসেসর আছেন 7700 mAh ব্যাটারি আছে এখানে। 32% ছাড় মিলছে এটার উপর। ফলে এখন এটি 26,499 টাকায় কেনা যাচ্ছে। 

Samsung Galaxy Tab A8

এখানে আছে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এখানে গ্রাহকরা পাবেন 10.5 ইঞ্চির একটি WUXGA ডিসপ্লে। 60 HZ রিফ্রেশ রেট মিলবে। UNISOC T618 প্রসেসরের সাহায্যে চলে এটি। S Pen চলে এখানে। কিন্তু বক্সে উপলব্ধ থাকে না সেটা 29% ছাড় মিলছে এখন এই ট্যাবের উপর। ফলে এটি এখন মাত্র 16,999 টাকায় কেনা যাচ্ছে। 

Xiaomi Pad 5

এই ট্যাবলেটে আছে 6 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। 10.95 ইঞ্চির WQHD+ IPS LCD ডিসপ্লে আছে এই ট্যাবে। 8720 mAh ব্যাটারি আছে। 120 Hz রিফ্রেশ রেট মিলবে এই ট্যাবের ডিসপ্লেতে। Qualcomm Snapdragon 860 প্রসেসর আছে এই ট্যাবে। সঙ্গে আছে stylus কম্প্যাটিবিলিটি। এটিবেখন 28,999 টাকায় কেনা যাচ্ছে 29% ছাড়ের পর। 

Apple 2022 iPad Air M1

এই ট্যাবে আছে 64 GB ইন্টারনাল স্টোরেজ। এটি চলে M1 প্রসেসরের সাহায্যে। এখানে আছে 10.9 ইঞ্চির একটি ডিসপ্লে সহ লিকুইড রেটিনা ডিসপ্লে, WIFI, 4G LTE, ইত্যাদির সাপোর্ট। 2nd Gen Apple Pencil সাপোর্ট করে। এটির উপর এখন কোনও ছাড় নেই। কিন্তু Apple এর সব থেকে জনপ্রিয় iPad এটি। এটার দাম 59,899 টাকা।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :