দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম অটোমোবাইল শো হল Auto Expo। মহামারী আসার আগে শেষবার 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল এই অনুষ্ঠান। এরপর করোনা আতঙ্কের কারণে টানা দুই বছর বন্ধ থাকে এই শো। আবার সমস্ত প্রতিকূলতা কাটিয়ে চলতি বছরে শুরু হয়েছে Auto Expo 2023। গত 12 জানুয়ারি থেকে এই শো শুরু হয়েছে। আর এই শোতেই প্রদর্শিত হয়েছে একাধিক দুর্দান্ত দেখতে গাড়ি। এই গাড়িগুলোর তালিকা দেখে নিন।
Hyundai তাদের একটি নতুন ইলেকট্রিক গাড়ি, Hyundai Ioniq 5 -কে প্রদর্শিত করেছেন Auto Expo 2023 এ। ভারতীয় ইলেকট্রিক গাড়ির বাজারে আলোড়ন তুলেছে এই গাড়িটির প্রথম ঝলক। শুধু তাই নয়, এই সুদর্শন ইলেকট্রিক গাড়িটির দাম প্রকাশ্যে আনা হয়েছে। যদিও গাড়িটি এখনও লঞ্চ করা হয়নি, তবুও তার আগেই এই গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে। যাঁরা এই গাড়ি প্রিবুক করতে চান তাঁদের 1 লাখ টাকা করে দিতে হবে।
Lexus কোম্পানির তরফে তাদের নতুন গাড়ি LEXUS RX -এর পর্দা উন্মোচন করেছে। সঙ্গে ছিল Lexus LC500H l। এই দ্বিতীয় গাড়িটিতে গ্রাহকরা পেয়ে যাবেন হাইব্রিড পাওয়ারট্রেন এবং দুর্দান্ত ডিজাইন।
ভারতীয় অটোমোবাইল সংস্থা Tata- এর তরফেও তাদের নতুন ইলেকট্রিক গাড়ির প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। এই গাড়ির কনসেপ্ট প্রদর্শিত হয়েছে Auto Expo 2023 -এ। শুধু এই গাড়িটি নয়, সঙ্গে, Harrier EV এবং Sierra EV এরও পর্দা উন্মোচন করা হয়েছে এই শোতে। Tata Avinya গাড়িটিতে গ্রাহকরা পেয়ে যাবেন হোরাইজন উইং ডোর। এই গাড়ির দরজার সঙ্গে আপনি প্রজাপতির ডানার মিল পাবেন। এর সঙ্গে আছে LED লাইট বার।
এটিও একটি ইলেকট্রিক গাড়ি। একবার চার্জ দিলে এটি 550 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে বলে জানিয়েছে Maruti। Auto Expo 2023- এর প্রথমদিনই এই গাড়িটির কথা প্রকাশ্যে আনা হয়। এখানে ভবিষ্যতের জন্য যথাযথ ডিজাইন পাওয়া যাবে।
Auto Expo 2023 -এ পর্দা উন্মোচন হয়েছে Kia- এর নতুন ইলেকট্রিক গাড়ি Kia EV9 এর। ভারতীয়দের জন্যই আনা হয়েছে এই গাড়ি। এখানে মিলবে 4930 মিলিমিটার দৈর্ঘ্য, 2055 মিলিমিটার প্রস্থ এবং 1790 মিলিমিটারের উচ্চতা। সঙ্গে থাকবে 3100 মিলিমিটারের হুইলবেস।