ঘরেই সিনেমা হলের ফিল পেতে চান? 10,000 কমেই এখন বাড়ি আনুন এই 5 হোম থিয়েটার

ঘরেই সিনেমা হলের ফিল পেতে চান? 10,000 কমেই এখন বাড়ি আনুন এই 5 হোম থিয়েটার
HIGHLIGHTS

হোম থিয়েটারের সাহায্যে বাড়িতে বসেই সিনেমা হলের মতো অভিজ্ঞতা পাওয়া যায়

গান শোনা বা সিনেমা দেখা দুইয়ের অভিজ্ঞতাকে বাড়িয়ে দেই এই যন্ত্র

10,000 টাকার বিনিময়ে এখন দেশে কিনতে পারবেন একাধিক হোম থিয়েটার

বাড়িতে থাকলে অবসর সময় কিংবা কাজের মাঝে কিংবা ছোটখাটো হোম পার্টিতে গান শুনতে কম বেশি সকলেই পছন্দ করেন। আর সেই গান শোনা কিংবা সিনেমা দেখার অভিজ্ঞতাকে আরও অনন্য করে তুলতে পারে হোম থিয়েটার। গমগমে শব্দে গান বা সিনেমা দেখলে/শুনলে সিনেমা হলের ফিল আসে বইকি। আপনি কি এর মধ্যে হোম থিয়েটার কেনার প্ল্যান করছেন? কিন্তু বাজেট খুব বেশি রাখেননি। কুছ পরোয়া নেহি। ভারতের এই সেরা 5 হোম থিয়েটারের খুঁটিনাটি দেখুন যা আপনি 10,000 টাকার মধ্যে কিনতে পারবেন। 

10,000 এর মধ্যে সেরা 5 হোম থিয়েটার

Zebronics ZEB BT6590RUCF- এই হোম থিয়েটারের দাম 3,699 টাকা। এখানে গ্রাহকরা পাবেন একটি LED ডিসপ্লে সহ রিমোট কন্ট্রোলের সুবিধা এই ডিসপ্লেতে গ্রাহকরা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কানেকশন মোড। এখানে 5.1 স্পিকার ইনপুট পাবেন, সঙ্গে মিলবে 65W সাউন্ড আউটপুট। 

Sony SA D40 4.1- এই হোম থিয়েটারের দাম হল 9,490 টাকা। এখানে গ্রাহকরা পাবেন ফাটাফাটি স্টিরিও সাউন্ড সহ 80W সাউন্ড আউটপুট। ব্লুটুথ সহ USB দুটোর সুবিধাই পেয়ে যাবেন এখানে। মিলবে ওয়্যারলেস কানেকশন। 4.1 চ্যানেল স্পিকার আছে এই ডিভাইসে। রিমোট কন্ট্রোলের সুবিধা থাকবে। 

JBL Cinema SB241- এই হোম থিয়েটারের দাম 8,998 টাকা। এই যন্ত্রটি টিভির রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এখানে আছে 110W সাউন্ড আউটপুটের সুবিধা সহ ব্লুটুথ, HDMI, ওয়্যারলেস কানেকশনের সুবিধা। এখানে ব্যাটারি সেভিং মোড পাবেন অর্থাৎ 10 মিনিট অব্যবহার বা ইনঅ্যাকটিভিটি দেখলে এটা স্ট্যান্ডবাই মোডে চলে যাবে। আপনি যেই ইনপুট দেবেন তখন আবার এটা প্রাইমারি সোর্সে ফিরে আসবে। 

Infinity Sonic B200WL- এটার দাম 9,499 টাকা। কানেকটিভিটির জন্য এখানে ব্লুটুথ -এর সুবিধা পাবেন সঙ্গে মিলবে 160W সর্বোচ্চ পাওয়ার সিস্টেম আউটপুট। এখানে কমপ্যাক্ট ডিজাইন আছে। 2.1 চ্যানেল হোম থিয়েটারটি রিমোট কন্ট্রোলের সাহায্যে চলে। 

Home theatre Under 10,000

F&D F3800X 5.1- এটার দাম 7,499 টাকা। এই ভারতীয় কোম্পানির হোম থিয়েটারে পাবেন সাবউফার, রেডিও রিমোট কন্ট্রোলের সুবিধা সহ এসডি কার্ডের সুবিধা। এখানে একটি উফার স্পিকার সহ আরও 5টি ছোট স্পিকার আছে। এখানে 160W সাউন্ড আউটপুট মিলবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo