৪০ বছর ধরে মহাকাশে হেঁটে চলেছে দুই মহাপথিক…

৪০ বছর ধরে মহাকাশে হেঁটে চলেছে দুই মহাপথিক…
HIGHLIGHTS

এদের পরের নক্ষত্রে পৌছাতে সময় লাগবে আর ৪০ হাজার বছর

হাড়জমানো ঠাণ্ডায় আদিগন্ত, অতলান্ত মহাকাশে ঘন, জমজমাট, গা ছমছমে অন্ধকারে তারা ছুটে চলেছে একা, নির্বান্ধব। ৪০ বছর ধরে! দু’জনে দু’দিকে। মানবসভ্যতার পাঠানো প্রথম দুই মহাকাশযান। ভয়েজার-১ এবং ভয়েজার-২। মহাকাশে যাদের এগিয়ে চলার জ্বালানি সৌরশক্তি বা সোলার পাওয়ার। আর পরামর্শের ‘ব্রেন’টা ধরা রয়েছে নাসার গ্রাউন্ড স্টেশনে। 

নাসা জানিয়েছে যে এই দুই মহাকাশের মহাপথিকের যাওয়ার পথে পরের নক্ষত্রে পৌছাতে সময় লাগবে আর ৪০ হাজার বছর।

সম্ভবত সভ্যতার ইতিহাসে তার সবচেয়ে সেরা নজির গড়েছে নাসার এই দুই মহাকাশযান।

১৯৭৭-এ। দু’টিই নাসার মহাকাশযান। ভয়েজার-১ যাত্রা শুরু করেছিল ’৭৭ সালের ৫ সেপ্টেম্বর। আর তার ‘যমজ’ ভয়েজার-২ যাত্রা শুরু করেছিল তার ১৬ দিন আগে। ’৭৭-এর ২০ অগস্ট।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo