2023 Kawasaki ZX 10R এসে গেল, এই স্পোর্টসবাইকের দাম থেকে ফিচার জানেন?

Updated on 15-Sep-2022
HIGHLIGHTS

ভারতে এসে গেল 2023 Kawasaki ZX 10R বাইকটি

এটি একটি স্পোর্টসবাইক, এতে রয়েছে নতুন কালার স্কিম

দেশে এই বাইকের দাম শুরু হচ্ছে 15.99 লাখ টাকা থেকে, যা এক্স শোরুম প্রাইজ

Kawasaki কোম্পানির তরফে আরও একটি স্পোর্টসবাইক লঞ্চ করা হল ভারতে। এই বাইকটির নাম হল 2023 Kawasaki ZX 10R। Kawasaki কোম্পানির এই বাইকের দাম শুরু হচ্ছে 15.99 লাখ টাকা থেকে। এটি এক্স শোরুম প্রাইজ। যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই নতুন মডেলের বাইকটির দাম আগের মডেলের তুলনায় 85,000 টাকা বেশি। তবে সেই তুলনায় এই নতুন মডেলের মধ্যে তেমন কোনও পরিবর্তন করা হয়নি। হ্যাঁ, এটা ঠিক এই বাইকে দেওয়া গিয়েছে দুটি নতুন কালার স্কিম। এই রঙ দুটি হল লাইম গ্রিন এবং নিউ পার্ল রোবোটিক হোয়াইট।

এই বাইকটির দাম কত?

নতুন এই 2023 Kawasaki ZX 10R বাইকটির দাম 15.99 লাখ টাকা। এটি একটি এক্স শোরুম প্রাইজ। বর্তমানে ভারতে এই কোম্পানির যে মডেল চলছে তার থেকে এই মডেলটির দাম 85,000 টাকা বেশি। বর্তমান মডেলটির দাম হল 15.14 লাখ টাকা। এই নতুন বাইকটি আগামী দিনে Ducati Panigale V4, Honda CBR1000RR-R এবং Aprilia RSV4 বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে বলে মনে করা হচ্ছে।

এই বাইকের ফিচার কী?

এই বাইকে রয়েছে 998 সিসির ইঞ্জিন, এটি  13,200rpm রেটে 203hp পাওয়ার উৎপন্ন করতে সক্ষম এবং 11,400 rpm রেটে 114.9 nm টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনে রয়েছে ইনলাইন ফোর কুলড ক্যাপাসিটি। এছাড়াও গ্রাহক এতে পাবেন ফুল অ্যাডজাস্টেবল ফ্রন্ট ফর্ক এবং পিছনে দেওয়া হয়েছে মনোশক। টুইন ব্রেম্বো M 50 ক্যালিপার রয়েছে ব্রেকিং হার্ডওয়্যার হিসেবে এই বাইকের নিরাপত্তার জন্য। এছাড়াও সামনের দিকে আছে একটি দ্বৈত 330 mm ডিস্ক এবং রিয়ারে রয়েছে একটি 220 ডিস্ক, যা যুক্ত করা হয়েছে একটি সিঙ্গেল পিস্টন ক্যালিপারের সঙ্গে।

এছাড়াও এতে রয়েছে কর্নারিং ABS, ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, সহ চারটি রাইডিং মোড। এই চারটি রাইডিং মোড হল রোড, রেন, রাইডার এবং স্পোর্ট। যাঁরা এই বাইক চালাবেন তাঁরা Rideology অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনকে এই বাইকের 4.3 ইঞ্চির TFT ডিসপ্লেতে যুক্ত করতে পারবেন যেখানে তাঁরা নোটিফিকেশন সহ উন্নতমানের নেভিগেশন পাবেন।

Connect On :