Keeway কোম্পানির নতুন বাইক লঞ্চ হল ভারতে, এটি এই কোম্পানির চতুর্থ বাইক। Keeway কোম্পানির নতুন বাইকের নাম হল Keeway V302C। এটি হচ্ছে একটি ক্রুজার বাইক যার দাম 3.89 লাখ টাকা। গ্রাহকরা এই বাইকটি মাত্র 10 হাজার টাকা দিয়েই বুক করতে পারবেন। আর ইতিমধ্যেই এই বাইকের বুকিং চালু হয়ে গিয়েছে। K-Light 250V বাইকটির আপগ্রেডেড ভার্সন হচ্ছে এই নতুন বাইকটি। এই বাইকটিতে গ্রাহকরা দুর্দান্ত কিছু ফিচার পাবেন যা দেশের অন্যান্য বাইকে নেই। ফলে এই বাইকে যাকে বলে একেবারে অপ্রতিরোধ্য। তবে Royal Enfield ইন্টারসেপটার 650 এবং কন্টিনেন্টাল GT 650 খানিকটা টক্কর দিলেও দিতে পারে এই নতুন বাইকটিকে।
গ্রাহকরা এই বাইকে পাবেন 298সিসির টুইন সিলিন্ডার যেখানে রয়েছে V কনফিগারেশন। SOHC সেট আপের সঙ্গে রয়েছে লিকুইড কুল্ড ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিন 8500rpm এ সর্বোচ্চ 29.5hp পাওয়ার এবং 650rpm এ 26.5Nm টর্ক তৈরি করতে সক্ষম। এই বাইকটির ইঞ্জিনটি রিয়ার হুইল পাওয়ার ট্রান্সফার করার জন্য বেল্ট ড্রাইভ পদ্ধতির মাধ্যমে 6 স্পিড গিয়ারবক্সের সঙ্গে লিংক করা আছে।
আপাতত গ্রাহকরা এই বাইকের তিনটি কালার অপশন পাবেন? এই তিনটি রঙ হল গ্রে, কালো এবং লাল। এই বাইকটির প্রস্থ হল 836mm, দৈর্ঘ্য হল 2120mm এবং 1050mm লম্বা। ক্রুজার বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হল 150mm এবং সঙ্গে আছে 1420mm এর হুইলবেস। Keeway V302C বাইকটির সিটের উচ্চতা হল 690mm এবং এই বাইকের পুরো ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হল 15 লিটার।
এই বাইকের সামনে আছে 120mm ট্রাভেল এবং গ্যাস চার্জড কয়েল স্প্রিং, 42mm ট্রাভেল আছে পিছনে। এছাড়াও বাইকটির সামনে সাসপেনশন ডিউটির জন্য রয়েছে আপ সাইড ডাউনটেলিস্কোপিক ফর্ক। এবং ব্রেকিং ডিউটির জন্য বাইকটির সামনে আছে 300mm ডিস্ক এবং পিছনে 240mm ডিস্ক ব্রেক। এছাড়া এই বাইকে আপনি পাবেন অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম। Keeway V302C বাইকটির সামনের চাকার মাপ হচ্ছে 120/80 যাতে দেওয়া আছে 16 ইঞ্চির একটি অ্যালয় হুইল। আর পিছনের চাকার মাপ হচ্ছে 150/80 যেখানে রয়েছে 15 ইঞ্চির অ্যালয় হুইল। এছাড়াও গ্রাহকরা এই বাইকে পাবেন বার এন্ড মিরর, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, LED লাইট ইত্যাদি।