9.35 লক্ষ টাকা দামে ভারতে লঞ্চ হল 2022 Honda CBR650R, দেখুন স্পেসিফিকেশন

9.35 লক্ষ টাকা দামে ভারতে লঞ্চ হল 2022 Honda CBR650R, দেখুন স্পেসিফিকেশন
HIGHLIGHTS

Honda Motorcycle and Scooter India লঞ্চ করলো

নতুন মোটর সাইকেল ‘2022 CBR650R’, যার দাম 9.35 লক্ষ টাকা

নতুন এই বাইকটি Honda-এর exclusive BigWing Topline শোরুমের মাধ্যমে বুক করা যাবে

Honda Motorcycle and Scooter India লঞ্চ করলো তাদের নতুন মোটর সাইকেল ‘2022 CBR650R’, যার দাম 9.35 লক্ষ টাকা। এর এক্স-শোরুম ছিল হরিয়ানায়। নতুন মডেলটি CKD (Completely Knocked Down) রুটের মাধ্যমে ভারতীয় মার্কেটে প্রবেশ করবে। নতুন এই বাইকটি Honda-এর exclusive BigWing Topline শোরুমের মাধ্যমে বুক করা যাবে।

Honda Motorcycle and Scooter India Pvt. Ltd. এর ম্যানেজিং ডিরেক্টর, প্রেসিডেন্ট ও CEO Atsushi Ogata একটি অনুষ্ঠানে বলেছেন, “CBR650R এর পাওয়ারফুল ইঞ্জিন, RR মেশিনের অ্যাড্রেনালিন রাশ এবং স্পোর্টি পারফরম্যান্সের রেপ্লিকেট করে। 2022 CBR650R-এর মাধ্যমে গ্রাহকরা একটি মিডিলওয়েট  মোটরসাইকেল রাইডিংয়ের আসল রোমাঞ্চ এক্সপ্লোর করতে পারবেন।”

নতুন এই 2022 সালের মডেল লঞ্চ সম্পর্কে Honda Motorcycle and Scooter India Pvt. Ltd. এর সেলস ও মার্কেটিং ডিরেক্টর Yadvinder Singh Guleria নিজের মতামত সম্পর্কে বলেন, “CBR650R-এর একটি প্রুভেন ট্র্যাক রয়েছে যা নতুন এবং অভিজ্ঞ রাইডারদের রাইডিং অভিজ্ঞতার জন্য এক্সাইটমেন্ট সৃষ্টি করে। স্ট্রাইপের রঙে্ সামান্য চেঞ্জ এনননতুন CBR650R-এর অ্যারোডাইনামিক এবং আলট্রা-শার্প অ্যাপিলকে বাড়িয়ে তোলে।”

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, CB650R নামে আসবে এই মোটর সাইকেল। বাইকটি একটি 649cc, চার-সিলিন্ডার, DOHC 16-ভালভ ইঞ্জিন দ্বারা চালিত যা 87bhp এবং 57.5Nm torque বের করে। এছাড়াও, 2022 CBR650R নতুন অরেঞ্জ হাইলাইট (ম্যাট গানপাউডার ব্ল্যাক মেটালিক কালার সহ) এবং নতুন স্পোর্টি গ্রাফিক্স (গ্র্যান্ড প্রিক্স রেড কালার সহ) সহ আসবে। নতুন উপরের এবং নীচের ফেয়ারিংগুলি স্লিম লাইনের সাথে ব্লেন্ড হয়েছে যেখানে হার্ড-এজড সেন্সের উদ্দেশ্য যোগ করতে সিট ইউনিটটি রিয়ার এন্ডে একটি কম্প্যাক্ট এবং ট্রানকেটেড লুক দেয়। 

লেটেস্ট CB650R আগের থেকে আরও প্রায় 50,000 টাকা বেশি এক্সপেন্সিভ হয়ে উঠেছে৷ যদিও, শুধুমাত্র গ্রাফিক্সের পরিবর্তনই দেখা যাচ্ছে এই মডেলে, নাহলে মেকানিকালি বলতে গেলে বাইকটি আগের মতোই আছে।

এই দামের হিসাবে বলা যায়, Honda-এর লেটেস্ট মডেলের দাম Ninja 650-এর চেয়ে বেশি Z900-এর ক্লোজ ,যা মার্কেটে কিছু গ্রাহকদের জন্য একটি বিরক্তিকর বিষয় হয়ে উঠতে পারে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo