নাসার এক টিন এজ ইন্টার্ন নতুন এক গ্রহের আবিষ্কার করেছে

নাসার এক টিন এজ ইন্টার্ন নতুন এক গ্রহের আবিষ্কার করেছে
HIGHLIGHTS

নাসার এক 17 বছরের ইন্টার্ন নতুন একটি গ্রহ আবিষ্কার করেছে

এটি দুটি তারাকে কেন্দ্র করে এই গ্রহটি আবর্তিত হয়

পৃথিবী থেকে 1300 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহ

একেই বলে প্রতিভা আর সুযোগের মিল। 17 বছরের এক টিন এজ বালক আরও একাধিক ছাত্রদের সঙ্গে নাসার মেরিল্যান্ডের মহাকাশ গবেষনা কেন্দ্রে ইন্টার্নশিপ করতে যায়। কিন্তু এই ইন্টার্নশিপ যেমন তাঁকে বিখ্যাত করল তেমনি বিজ্ঞানী মহলে দিল নতুন চমক। 17 বছরের এই হাইস্কুল ছাত্রটি ইন্টার্নশিপের তৃতীয় দিনে একটি নতুন গ্রহ আবিষ্কার করেছে। আমেরিকার মেরিল্যান্ডের নাসার গর্ডাড স্পেস ফ্লাইট সেন্টারে ইন্টার্নশিও করতে আসে নিউ ইয়র্কের বাসিন্দা উলফ কুকিয়ার নামের এই বালক।

উলফ নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট প্রোগ্রামে কাজ করছিল আর এখানেই সে খুঁজে পায় নতুন এক গ্রহ যা এক সঙ্গে দুটি তারাকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে। এই নতুন গ্রহের নাম দেওয়া হয়েছে “TOI 1338B”। নতুন এই গ্রহ পৃথিবীর প্রায় সাত গুন ভরের আর এটি আমাদের পৃথিবী থেকে 1300 আলোকবর্ষ দূরে থাকে।

যে দুটি তারাকে প্রদক্ষিণ করছে সেই দুই তারা একটি সূর্যের থেকে প্রায় 10% বড় আর একটি সূর্যের থেকে এক তৃতীয়াংশ আকারের। এই দ্বিতীয় তারাটি সূর্যের থেকে কম উজ্জল বলে নাসা জানিয়েছে।

আপাতত এই নতুন গ্রহ নিয়ে নাসাও নতুন সব গবেষণা করবে বলে জানা গেছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo