ভারতীয় গেমারসদের জন্য সুখবর৷ এবার পোকেমন গো নিয়ে আসতে চলেছে রিল্যায়েন্স জিও৷ গ্রাহকদের জন্য এবার একটি এন্টারটেনমেন্ট অ্যাপ নিয়ে এল জিও৷ গেমিং ক্যাটাগরিতে এটাই সব থেকে জনপ্রিয় অ্যাপ৷ সম্প্রতি Niantic Inc. সংস্থার সঙ্গে পোকেমন নিয়ে গাঁটছড়া বেধেছে জিও৷ নতুন চুক্তি অনুযায়ী, ডিসেম্বর 14 তারিখ থেকে পোকেমন গো গেমটি খেলা যাবে জিও নেটওয়ার্কে৷ জুলাইতে লঞ্চ হওয়া অত্যন্ত জনপ্রিয় এই গেমটি ভারতে লঞ্চ করা যায়নি এখন পর্যন্ত৷ তবে 14 ডিসেম্বর অথার্ৎ আগামীকাল তা ভারতে লঞ্চ করা হচ্ছে৷ খেলায় রিল্যায়েন্স স্টোর 'Pokéstops' বা 'Gyms’ এর কাজ করবে৷
Niantic-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত রিল্যায়েন্সের সঙ্গে ভারতে পোকেমন গো লঞ্চ করার সুযোগ পেয়ে৷ জিও-র হাই স্পিড ইন্টারনেট গ্রাহকদের গেমটিকে পুরোপুরি উপভোগ করতে সাহায্য করবে ৷’
আরও দেখুন : এবার আধার কার্ডের মাধ্যমেই করতে পারবেন টাকা-পয়সার লেনদেন, জেনে নিন কি ভাবে?
জিও সোশ্যাল মেসেজিং অ্যাপ জিও চ্যাটের মাধ্যমে পোকেমন যারা খেলবেন তাদের জন্য থাকবে পোকেমন গো চ্যানেল৷ এর মাধ্যমে পোকেমন প্লেয়ার্সরা একটি কমিউনিটির সদস্য হতে পারবেন৷ এখানে তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় ও ইভেন্টে যোগ দিতে পারবেন৷ এর মাধ্যমে অন্য প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাবে এবংপোকেমন সম্বন্ধে বিভিন্ন তথ্য ও টিপস একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবেন৷ এর জেরে তারা দ্রুত খেলার লেভেলে এগিয়ে যেতেও পারবেন৷
সারা বিশ্বে এখনও পোকেমন গো 500 মিলিয়ান ডাউনলোড করা হয়েছে৷ তাই ভারতে রিল্যায়েন্স জিও নেটওয়ার্কের মাধ্যমে সরকারি ভাবে তা লঞ্চ করতে আমরা অত্যন্ত আগ্রহী, জানিয়েছেন রিল্যায়েন্স জিও-র প্রেসিডেন্ট৷ Niantic-এর সঙ্গে আমাদের নতুন চুক্তি না কেবল পোকেমন গো খেলতে সুযোগ দেবে গ্রাহকদের বরং জিও-র নেটওয়ার্কে থাকা বাকি কনটেন্টও উপভোগ করতে সাহায্য করবে৷
জিও সিম গ্রাহকরা ফ্রিতে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন ও ব্যবহার করতে পারবেন ফ্রিতে মার্চ 31 পর্যন্ত৷
আরও দেখুন : 4টি উপায় করে কমিয়ে ফেলুন মোবাইলের ইন্টারনেট ডেটা খরচ
আরও দেখুন : 6GB র্যাম, 7000mAH ব্যাটারি দিয়ে সজ্জিত জিওনি M2017 স্মার্টফোন 26 ডিসেম্বর হবে লঞ্চ