পোকেমন গো অবশেষে ভারতেও হল চালু, এবার জিও দিয়েই বিনামূল্যে খেলুন ‘পোকেমন গো’

Updated on 15-Dec-2016
HIGHLIGHTS

ডিসেম্বর 14 তারিখ থেকে পোকেমন গো গেমটি ভারতেও খেলা যাবে জিও নেটওয়ার্কে৷ 14 ডিসেম্বর অর্থাত গতকাল থেকে ভারতে লঞ্চ করা হয়েছে৷

ভারতীয় গেমারসদের জন্য সুখবর৷ এবার পোকেমন গো নিয়ে আসতে চলেছে রিল্যায়েন্স জিও৷ গ্রাহকদের জন্য এবার একটি এন্টারটেনমেন্ট অ্যাপ নিয়ে এল জিও৷ গেমিং ক্যাটাগরিতে এটাই সব থেকে জনপ্রিয় অ্যাপ৷ সম্প্রতি Niantic Inc. সংস্থার সঙ্গে  পোকেমন নিয়ে গাঁটছড়া বেধেছে জিও৷ নতুন চুক্তি অনুযায়ী, ডিসেম্বর 14 তারিখ থেকে পোকেমন গো গেমটি খেলা যাবে জিও নেটওয়ার্কে৷ জুলাইতে লঞ্চ হওয়া অত্যন্ত জনপ্রিয় এই গেমটি ভারতে লঞ্চ করা যায়নি এখন পর্যন্ত৷ তবে 14 ডিসেম্বর অথার্ৎ আগামীকাল তা ভারতে লঞ্চ করা হচ্ছে৷ খেলায় রিল্যায়েন্স স্টোর 'Pokéstops' বা 'Gyms’ এর কাজ করবে৷

Niantic-এর প্রতিষ্ঠাতা ও চিফ এক্সিকিউটিভ অফিসার জানিয়েছেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত রিল্যায়েন্সের সঙ্গে ভারতে পোকেমন গো লঞ্চ করার সুযোগ পেয়ে৷ জিও-র হাই স্পিড ইন্টারনেট গ্রাহকদের গেমটিকে পুরোপুরি উপভোগ করতে সাহায্য করবে ৷’

আরও দেখুন : এবার আধার কার্ডের মাধ্যমেই করতে পারবেন টাকা-পয়সার লেনদেন, জেনে নিন কি ভাবে?

জিও সোশ্যাল মেসেজিং অ্যাপ জিও চ্যাটের মাধ্যমে পোকেমন যারা খেলবেন তাদের জন্য থাকবে পোকেমন গো চ্যানেল৷ এর মাধ্যমে পোকেমন প্লেয়ার্সরা একটি কমিউনিটির সদস্য হতে পারবেন৷ এখানে তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় ও ইভেন্টে যোগ দিতে পারবেন৷ এর মাধ্যমে অন্য প্লেয়ারদের সঙ্গে খেলার সুযোগ পাবে এবংপোকেমন সম্বন্ধে বিভিন্ন তথ্য ও টিপস একে অপরের সঙ্গে শেয়ার করতে পারবেন৷ এর জেরে তারা দ্রুত খেলার লেভেলে এগিয়ে যেতেও পারবেন৷

সারা বিশ্বে এখনও পোকেমন গো 500 মিলিয়ান ডাউনলোড করা হয়েছে৷ তাই ভারতে রিল্যায়েন্স জিও নেটওয়ার্কের মাধ্যমে সরকারি ভাবে তা লঞ্চ করতে আমরা অত্যন্ত আগ্রহী, জানিয়েছেন রিল্যায়েন্স জিও-র প্রেসিডেন্ট৷ Niantic-এর সঙ্গে আমাদের নতুন চুক্তি না কেবল পোকেমন গো খেলতে সুযোগ দেবে গ্রাহকদের বরং জিও-র নেটওয়ার্কে থাকা বাকি কনটেন্টও উপভোগ করতে সাহায্য করবে৷

জিও সিম গ্রাহকরা ফ্রিতে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন ও ব্যবহার করতে পারবেন ফ্রিতে মার্চ 31 পর্যন্ত৷

আরও দেখুন : 4টি উপায় করে কমিয়ে ফেলুন মোবাইলের ইন্টারনেট ডেটা খরচ

আরও দেখুন : 6GB র্যাম, 7000mAH ব্যাটারি দিয়ে সজ্জিত জিওনি M2017 স্মার্টফোন 26 ডিসেম্বর হবে লঞ্চ

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :