PUBG Mobile India: ভারতে আসতে চলেছে পাবজি, ভারতীয় সংস্থা হিসেবে নথিভুক্ত হল
By
Digit Bangla |
Updated on 26-Nov-2020
HIGHLIGHTS
ভারতে বেসকারী সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। পাবজি কর্পোরেশন, PUBG Mobile India কে সংস্থার রেজিস্ট্রেশন দিয়েছে বলে জানা গিয়েছে
শুরুতে শুধু Android Mobile ফোনেই এই গেম ডাউনলোড করা যাবে PUBG Game
PUBG সংস্থাকে এই মাসের 21 তারিখ ভারতে বেসরকারি সংস্থা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। PUBG Mobile India র নতুন অফিস বেঙ্গালুরুতে হবে
ভারতে PUBG Mobile নিষিদ্ধ হওয়ার পর থেকেই স্যোশাল মিডিয়ায় একটাই প্রশ্ন উঠছে, কবে আবার ভারতে ফিরছে এই জনপ্রিয় মোবাইল গেম! সম্প্রতি কয়েকটি পর পর খবর শোনা যায় এই বিষয় নিয়ে। তবে কেউ এই প্রশ্নর সঠিক উত্তর দিতে পারে না। কিন্ত এইটা পরিস্কার যে খুব শীঘ্রই ভারতে আবার ফিরতে চলেছে PUBG Mobile India।
ভারতে বেসকারী সংস্থা হিসেবে নথিভুক্ত হয়েছে পাবজি। পাবজি কর্পোরেশন, PUBG Mobile India কে সংস্থার রেজিস্ট্রেশন দিয়েছে বলে জানা গিয়েছে। এর মানে, ভারতে আসতে চলেছে 'পাবজি মোবাইল ইন্ডিয়া গেম'! প্রথম দিকে বিনিয়োগের পরিমাণ পাঁচ লক্ষ টাকা। বলে দি যে শুরুতে শুধু Android Mobile ফোনেই এই গেম ডাউনলোড করা যাবে।
PUBG MOBILE INDIA GETS OFFICIALLY REGISTERED ✌