খুব তাড়াতাড়ি PUBG LITE লো এন্ড PC র জন্য ভারতে আসবে
মোট 15টি দেশে PUBG Lite য়ের বিটা এসেছে
বেশিরভাগ দেশই এশিয়ার
PUBG র ক্রমবর্ধমান জনপ্রিয়তা দেখে এবার এর লাইট ভার্সান ভারতে লো এন্ড PC র জন্য আসবে। আর অফিসিয়ালি PUBG Lite এর ফেসবুক পেজ এসেছে আর সেখানে এটি ভারতে আসবে বলে জানা গেছে। তবে এটি কবে আসবে মানে এর রিলিজ ডেট এখনও সামনে আসেনি। PUBG Lite য়ের প্রথম বিটা এই বছরের জানুয়ারিতে এসেছে আর এটি এই সময়ে মোট 15টি দেশে এসেছে আর এর মধ্যে বেশিরভাগ দেশই এশিয়ার। আর এটা খেয়াল রাখতে হবে যে PUBG Lite য়ের জন্য অফিসিয়াল লঞ্চার থাকা দরকার।
অফিসিয়াল PUB লাইট ফেসবুকের পেজে করা হয়েছে যেখানে PUBG LITE তাড়াতাড়ি ভারতে আসবে তবে এর রিলিজ ডেট এখনও জানা জায়নি। তবে মোট 15টি দেশের মধ্যে থাইল্যান্ড,ব্রাজিল আর তুরস্ক্র মতন দেশ আছে যারা 23 মে এই বিটা ভার্সান পাচ্ছে।
PUBG Lite ফ্রিতে খেলা যায় তবে প্লেয়ারদের কাছে অফিসিয়াল লঞ্চার থাকা দরকার আর যা ইউজার্সদের গেম ফাইল ডাউনলোড আর ইন্সটল করতে সাহায্য করবে।
PUBG Lite সেই সব ইউজার্সদের জন্য জাদের কাছে গেমিংয়ের বেশি সরঞ্জাম নেই তবে তারা গেম মোডস PC হার্ডওয়য়ারে কাজ করতে চায়। PUBG Lite য়ের জন্য মিনিমাম স্পেসিফিকেশান জানা দরকার।
PUBG Lite য়ের জন্য মিনিমাম PC রিকুয়ারমেন্ট
ইউন্ডজ 7,8 বা 10(64Bit)
ইন্টেল কোর i3, 2.4GHs
4GB র্যাম
ইন্টেল HD গ্রাফিক্স 4000
4GB ডিসকে স্পেস
PUBG Lite য়ের জন্য PC স্পেক্স থাকা দরকার
ইউন্ডোজ 7,8 বা 10(64 bit)
ইন্টেল কোর i5 2.8GHz
8GB র্যাম
AMD Radeon HD7870 বা Nvidia GeForce GTX 660
4GB ডিস্ক স্পেস
নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।