Online Gaming নিয়ে আরও কড়াকড়ি করছে ভারত সরকার। কঠোর আইন আনছে আরও। ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় সরকার ড্রাফট নোটিফিকেশন ইস্যু করে দিয়েছে অনলাইন গেমিং নিয়ে। এই নোটিফিকেশনে বলা হয়েছে যে, যে গেমগুলোতে আর্থিক ঝুঁকির প্রভূত সম্ভাবনা আছে সেগুলোর ক্ষেত্রে গেম পাবলিশিং সংস্থাগুলোর হাতে কী কী থাকবে অর্থাৎ তারা কী করতে পারবে আর কী পারবে না। জানা গিয়েছে আগামী মাস, অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই এই নতুন নিয়ম বলবৎ হতে চলেছে।
কেন্দ্রীয় সরকার যে নতুন ড্রাফট নোটিফিকেশন এনেছে সেখানে AI, VR এমনকী Metaverse- যুক্ত করা হয়েছে। এবার অনলাইন গেমিংয়ের গোটা বিষয় নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ মন্ত্রণালয়। যাঁরা এই বিভাগে স্টেক হোল্ডার তাঁদের থেকে আগামী ৩০ দিনের মধ্যে মতামত জানতে চাওয়া হয়েছে। সেই মতামতের উপর ভিত্তি করেই কাজ এগোবে। প্রতিটি সংস্থাকে স্ব-পরিচালিত বা স্ব-নিয়ন্ত্রক বডি তৈরি করতে হবে, একই সঙ্গে সরকারের গেমিং সাইটে নিজেদের রেজিস্টার করতে হবে বলেই জানানো হয়েছে এই নোটিফিকেশনে।
এই নতুন নিয়মগুলোর বিষয় প্রকাশ্যে খবর আসার আগে শোনা গিয়েছিল যে গেমাররা কোনও গেমে অংশ নিতে চাইলে সেটার পরিষেবা কর বা চার্জ হিসেবে একটি মূল্য তাঁকে দিতে হয়, সেটাকে কনটেস্ট এন্ট্রি অ্যামাউন্ট বা CEA বলা হয়। অর্থাৎ কোনও প্রতিযোগিতায় নাম দেওয়ার আগে যেমন প্রবেশ মূল্য দিতে হয় তেমন। এর আগে শোনা গিয়েছে কেন্দ্রীয় সরকার GGR এ 18% এর বদলে 28% GST আরোপ করবে। CEA এর আরেক নাম হল GGR যা কোনও অনলাইন গেমিং প্ল্যাটফর্ম দ্বারা চার্জ করা হয়।
আপাতত এই বিষয়ে দেশের অর্থমন্ত্রী তথা নির্মলা সিতারমনের কাছে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে। কেন্দ্র, এবং রাজ্যের মন্ত্রীর একটি প্যানেল ক্যাসিনো এবং অনলাইন গেমিংয়ের দিকে নজর দেওয়ার জন্য জানিয়েছে এই রিপোর্টে। GST কাউন্সিল একাধিক বিষয়ের উপর নজরদারি চালায় যার মধ্যে আছে রেসকোর্স, ক্যাসিনো, অনলাইন গেমস ইত্যাদি। E-Sports সরকারি স্বীকৃতি পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। তবে আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইলেকট্রনিক্স এবং tothyoprojukti মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রককে দেশের মাল্টি স্পোর্টস ইভেন্টের একটি অঙ্গ হিসেবে E-Sports কে নিতে বলেছেন। শুধু তাই নয়, তিনি সংবিধানের 77 অনুচ্ছেদের ধারা 3 অনুযায়ী এটি নিয়ন্ত্রণকারী একাধিক নিয়মকে সংশোধন করেছেন।
ফলে কেন্দ্রীয় সরকার অনলাইন গেম নিয়ে যেভাবে সিরিয়াসলি কাজ করছে, নিয়ম আনছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই অনলাইন গেমস তো বটেই একই সঙ্গে E-Sports দারুন ভাল এবং সিরিয়াস জায়গায় পৌঁছে যাবে। কারণ 2022 সালের 23 ডিসেম্বর রাষ্ট্রপতি একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। সেটার পর থেকে অনলাইন গেম নিয়ন্ত্রণ করার মূল বা নোডাল সংস্থা হয়ে ওঠে ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক।