এই দেশে PUBG মোবাইল গেম ব্যান করা হয়েছে

Updated on 09-Jul-2019
HIGHLIGHTS

জর্ডনে PUBG বন্ধ হল

ইরাকেও PUBG ব্যান

WHO PUBG কে হিংসাত্মক গেম বলেছে

এই সময়ে অনলাইন গেমিং গুলর মধ্যে থেকে জনপ্রিয় গেম PUBG আর এটি প্রায়ই কোন না কোন কারনে খবরের শিরোনামে থাকে। আর আরও একবার এই গেমটি এক জায়গায় বন্ধ করা হয়েছে। ইরাক, ইন্দোনেশিয়া প্রোভেন্স অফ Aceh,নেপাল আর ভারতের গুজরাটের পড়ে এবার এই গেম জর্ডনে ব্যান করা হয়েছে। আর এই ব্যানের সঙ্গে সঙ্গে এবার এটি পঞ্চম দেশ হয়েছে যারা PUBG Mobile গেম ব্যান করেছে।

জর্ডনের Telecommunications Regulatory Commission (TRC) Roy News কে বলেছে যে তারা ইউজার্সদের বলেছে যে এই গেমের ফলে ইউজার্সদের ওপরে খারাপ প্রভাব পড়ছে আর তাই এই রকম করা হয়েছে। আর আপনাদের জানিয়ে রকাহি যে জ্ররডনেও PUBG মোবাইল একটি জনপ্রিয় গেম। আর এর জন্য দেশে অথারিটি ইন্সটিটিউশানে কর্মচারিদের এই গেম না খেলার ওয়ার্নিং দিয়েছে।

PUBG র সঙ্গে ইরাকে Fortnite গেমটিও ব্যান করেছে। আর এর সঙ্গে মিডিয়া রিপোর্ট অনুসারে দেশে আরও বেশ কিছু গেম বন্ধ করেছে। আর আধিকারিক অনুসাএ এই গেম বাচ্চা আর যুবকদের ব্যাবহারে খারাপ প্রভাব ফেলছে।

Connect On :