PUBG-BGMI-কে টেক্কা দিতে পারে ভারতের প্রথম ব্যাটল রয়েল গেম, দেখুন Indus-এর ট্রেলার

Updated on 27-Jan-2023
HIGHLIGHTS

হাজির হল প্রথম ভারতীয় ব্যাটেল রয়েল ভিডিও গেম

এই ভিডিও গেমটির নাম Indus

Indus -এর ট্রেলার প্রকাশ্যে এল, দেখুন কোন কোন তথ্য জানা গেল

ভারতে-এর আগে একাধিক ব্যাটেল রয়েল ভিডিও গেমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। চিনের ভিডিও গেম PUBG, BGMI কে ব্যান করে দেওয়া হয়। প্রথমে 2020 সালে PUBG -কে ব্যান করা হয়। এরপর তার বিকল্প হিসেবে আসে BGMI বা ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। কিন্তু এই গেমের বিরুদ্ধেও ভারতের তথ্য পাচারের অভিযোগে ওঠায় সেটাকেও ব্যান করে দেওয়া হয়। নতুন করে BGMI দেশে লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে তার আগেই হাজির হয়ে গেল ভারতের নিজস্ব ব্যাটেল রয়েল ভিডিও গেম, Indus। এটি একটি ইন্দো ফিউচারিস্টিক ব্যাটেল রয়েল গেম। সেটারই ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর এই ট্রেলার থেকেই গেমটি সম্পর্কে নানা তথ্য জানা গিয়েছে। তার সঙ্গে এটিও জানা গিয়েছে যে এই গেমটি PUBG বা BGMI -এর বিকল্প।

এবার জেনে নেওয়া যাক Indus কী?

Indus হল ভারতের প্রথম ব্যাটেল রয়েল ভিডিও গেম। ফলে এই গেমটি যে অনেকাংশেই PUBG বা Fortnite গেমের মতো হতে চলেছে সেটা বলাই যায়। এখানে দেখা যাবে যে যারা খেলোয়াড় তারা প্লেন থেকে নেমে আসছে। আর পুরস্কার জেতার জন্য তারা শত্রুদের সঙ্গে যুদ্ধে নেমেছে। তাদের মোকাবিলা করছে। Indus গেমটির পুরো অর্থ কী জানেন? ইন্দো ফিউচারিস্টিক ব্যাটেলগ্রাউন্ড অফ বীরলোক ও প্যারাগন। এই গেমটার ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। সেখানে নানা অস্ত্র, গিয়ার, ইত্যাদি দেখা গিয়েছে। এছাড়া এমন একাধিক জিনিস আছে যা খেলোয়াড়রা এই খেলায় নানা সময়ে ব্যবহার করতে পারবেন।

INDUS GameINDUS Game

এই ট্রেলারে কী দেখা গিয়েছে?

Indus -এর ট্রেলারের শুরুতেই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মিক্সিং শোনা যায়। এর সঙ্গে আছে হিপহপ এবং ডাবস্টেপ। এটি যে একটি ভারতীয় গেম সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে মূল চরিত্র হিসেবে থাকবে আদম, আদ্য, স্যার তাজ এবং বিগ তাজ। এখানে পুরোপুরি ভারতীয় ছোঁয়া পাওয়া যাবে। বিভিন্ন বাড়ি, রঙ, ইত্যাদির দেখা মিলেছে এই ট্রেলারে যা ভীষণ ভাবে ভারতীয়।

কারা তৈরি করল এই গেম?

Indus তৈরি করেছে Super Gaming, এটা পুনের ডেভেলপার সংস্থা। এর আগে এই সংস্থার তরফে লন্ডনে একাধিক গ্রাফিক্স এবং গেম প্লের সিরিজ লঞ্চ করেছে। গত বছরের ১৫ আগস্ট এই ডেভেলপারের তরফে এমন একধিক সিরিজ দেশেও লঞ্চ করা হয়েছিল।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :