Garena Free Fire Max গেমটিকে Garena Free Fire এর আপগ্রেডেড ভার্সান বলা যায়
গেম ডেভেলপার 111 Dots Studio, Garena Free Fire Max গেমটি ডেভেলপ করেছে
https://reward.ff.garena.com/en লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যান
সম্প্রতি ভারতীয় সরকার বেশ কিছু বিদেশি অ্যাপ দেশের প্রাইভেসি রক্ষার জন্যে ব্যান করেছে৷ এর মধ্যে জনপ্রিয় মোবাইল ব্যাটেলফিল্ড গেম Garena Free Fire এর নামও রয়েছে। Garena Free Fire গেমটি গত কয়েক বছরে ভারতীয় গেমারদের মধ্যে বিশেষ জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বর্তমানে গেমটি কোনো অ্যাপস্টোর থেকে আর ডাউনলোড করা যাবেনা। যদিও, গেমটি ব্যান হওয়ায় Free Fire ফ্যানদের মন খারাপ করার কোনো দরকার নেই। কারণ Garena Free Fire গেমটি ব্যান হলেও, এর আরেকটি ভার্সান Garena Free Fire Max এখনো Google Play Store এ রয়েছে। সরকার এই গেমটিকে ব্যান করেনি। Garena Free Fire Max গেমটিকে Garena Free Fire এর আপগ্রেডেড ভার্সান বলা যায়। কারণ Garena Free Fire Max এর গ্রাফিক্স, এফেক্টস, ফিচার সব কিছুই অনেক বেশি উন্নত মানের।
গেম ডেভেলপার 111 Dots Studio, Garena Free Fire Max গেমটি ডেভেলপ করেছে। গেমটিতে 10 মিনিটের এক একটি ম্যাচে 50 জন করে প্লেয়ার একে অপরের বিরুদ্ধে ব্যাটেল ফিল্ডে ফাইট করে। শেষ পর্যন্ত যে সার্ভাইভ করে সে ম্যাচটি জিতে যায়। শুধু হাই গ্রাফিক্স বা নতুন ফিচারই নয়, Garena Free Fire এর সমস্ত গেমাররা যাতে Free Fire Max গেমটিকেও আপন করে নেয় এবং আগের মতোই Free Fire গেমের জনপ্রিয়তা থাকে তার জন্যে ডেভেলপাররা প্রতিদিন কিছু আল্ফা-নিউমেরিক কোড প্রকাশ করে। এই কোডগুলি যদি গেমাররা রিডিম করে তাহলে তারা পেয়ে যাবে আকর্ষণীয় ফ্রি রিওয়ার্ড। ফ্রি আউটফিট, ফ্রি গান স্কিন এমনকি ফ্রি ডায়মন্ড বান্ডেলও পাওয়া যেতে পারে এই কোডগুলি থেকে।
Garena Free Fire Max এর 7 মার্চের কোড:
প্রতিদিনের মতো আজকেও রিলিজ হয়েছে বেশ কিছু রিডিম কোড। এই কোডগুলির একটি ব্যবহার করে পেয়ে যাবেন দুর্দান্ত ইন-গেম গিফট। দেখে নিন আজকের কোডগুলি-
76T5 RSFW GHJR
ITG9 B8UV YHSM
FG6H JI87 3T47
JBV 87D6 S5WR
FBN9 W3O4 T9G8
76TR SDW3 GH4R
5RGH TJGI 9B8V
654A RQF2 3EYR
FV3B NHJU 76ET
F65R SWF3 456Y
IH98 BYFH R567
LOU0 J9N8 BV7Y
CT0F ZAGY Q651
4E2F G3EH RFU8
7V65 CX4E SD8C
VB45 TJKY 7ION
B87V 6C5X RS4F
V7D6 EY4J 5O6Y
ER67 8P0I J9IB
UJVH CNSA JQU7
265R 3F4R GTBH
E4B5 N6KG OB98
7 মার্চের কোড রিডিমের পদ্ধতি
কয়েকটি সহজ স্টেপ ফলো করলেই রিডিম করতে পারবেন Free Fire এর দুর্দান্ত রিওয়ার্ড
Step 1: প্রথমেই https://reward.ff.garena.com/en লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
Step 2: এরপর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন- Facebook, Google, Twitter অথবা VK আইডি দিয়ে লগ ইন করুন।
Step 3: এরপর টেক্সট বক্সে, উপরে দেওয়া কোডগুলির যেকোনো একটি দিয়ে confirm বটনে ক্লিক করুন।
Step 4: ক্রস-রেফারেন্সের জন্য একটি ডায়লগ দেখাবে। Ok-তে ক্লিক করলেই কোডটি রিডিম হয়ে যাবে।
Step 5: Garena Free Fire Max গেমটি ওপেন করে ইন-গেম মেল সেকশনে পেয়ে যাবেন আপনার রিওয়ার্ড।
এবিষয়ে জেনে রাখা ভালো যে, Guest অ্যাকাউন্ট থেকে এটি কাজ করবেনা। এবং কোডগুলি ক্রেডিটেড হতে 24 ঘন্টা সময় লাগতে পারে।