Garena Free Fire Max: প্রকাশিত হল 28 February রিডিম কোড, জানুন রিডিম পদ্ধতি

Updated on 28-Feb-2022
HIGHLIGHTS

Garena Free Fire Max এর জনপ্রিয়তা দেশে ক্রমশ বেড়ে চলেছে।

Free Fire Max গেমেও, গেমাররা ফ্রি রিডিম কোড পাবে।

Guest অ্যাকাউন্ট থেকে এটি কাজ করবেনা।

 

দেশে PUBG Mobile ব্যান হওয়ার পর গত কয়েকবছরে Garena Free Fire গেমের জনপ্রিয়তা বিশাল ভাবে বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সম্প্রতি Garena Free Fire গেমটিকেও ব্যান করে ভারতীয় সরকার। যদিও Free Fire এর একটি হাই-কোয়ালিটি গ্রাফিক্স ভার্সান গত বছর Garena Free Fire Max নামে লঞ্চ করেছিল। সেই গেমটি কেন্দ্র থেকে ব্যান করেনি এবং গেমটি এখনো Play store এ পাওয়া যাচ্ছে৷ স্বাভাবিক ভাবেই, বর্তমানে Garena Free Fire Max এর জনপ্রিয়তা দেশে ক্রমশ বেড়ে চলেছে। 111 Dots Studio এর ডেভেলপ করা এই মাল্টিপ্লেয়ার ব্যাটেল রয়াল গেমটি 10 মিনিটের এক একটি রাউন্ডে মোট 50 জন প্লেয়ারকে নিয়ে খেলা হয়।

Garena Free fire এর গেমাররা যাতে Garena Free Fire Max-ও খেলে তারা জন্য ডেভেলপাররা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় হল, Free fire এর মতন Free Fire Max গেমেও, গেমাররা ফ্রি রিডিম কোড পাবে। যে কোডগুলি থেকে বিনামূল্যে আকর্ষণীয় ইন-গেম গিফট পাওয়া যাবে।

Garena Free Fire Max এর 28 February রিডিম কোড

 

Garena এর লঞ্চ করা আজকের কোডগুলি ব্যবহার করে, পেয়ে যেতে পারেন ফ্রি আউটফিট, স্কিন, ডায়মন্ড বান্ডেল ইত্যাদি আরও অনেক কিছু। দেখে নিন আজকের কোডগুলি-

  • UFGV 76YT C7DE
  • R456 K7U0 J9I8
  • RFGB 5NJT YIHB
  • V65S 4AQE D12V
  • 34BR HTGU VTDR
  • FI45 8T76 TFQE
  • D6RA QF2B 3EJR
  • UJ2H FNR4 M56O
  • TIYH B87V 6C54
  • RE7D W3V4 J5TI
  • G876 F5D4 SR6F
  • 3G45 RJTI 87BV
  • YU9H 8B76 VCT5
  • RXSF WVEB RN5J

কোড রিডিমের পদ্ধতি

কয়েকটি সহজ স্টেপ ফলো করলেই রিডিম করতে পারবেন Free Fire Max-এর দুর্দান্ত রিওয়ার্ড

Step 1: প্রথমেই https://reward.ff.garena.com/en লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।

Step 2: এরপর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যেমন- Facebook, Google, Twitter অথবা VK আইডি দিয়ে লগ ইন করুন।

Step 3: এরপর টেক্সট বক্সে, উপরে দেওয়া কোডগুলির যেকোনো একটি দিয়ে confirm বটনে ক্লিক করুন

Step 4: ক্রস-রেফারেন্সের জন্য একটি ডায়লগ দেখাবে। Ok-তে ক্লিক করলেই কোডটি রিডিম হয়ে যাবে।

Step 5: Garena Free Fire Max গেমটি ওপেন করে ইন-গেম মেল সেকশনে পেয়ে যাবেন আপনার রিওয়ার্ড। 

এবিষয়ে জেনে রাখা ভালো যে, Guest অ্যাকাউন্ট থেকে এটি কাজ করবেনা। এবং কোডগুলি ক্রেডিটেড হতে 24 ঘন্টা সময় লাগতে পারে।

Connect On :