BGMI-এর ডেভেলপার Kraftom নিয়ে এল Callisto Protocol, এই হরর Sci-Fi গেম কোথায় খেলা যাবে জানেন?
Callisto Protocol লঞ্চ করল ভারতে, এটি একটি হরর Sci-fi গেম
BGMI প্রস্তুতকারক প্রতিষ্ঠান Kraftom এটিকে লঞ্চ করল ভারতে
PS5, Xbox সিরিজ X, Xbox সিরিজ S, ইত্যাদিতে খেলা যাবে এই খেলা
বিশ্ব জুড়ে Krafton অর্থাৎ বিখ্যাত গেম BGMI এর প্রস্তুতকারক একটি নতুন খেলা নিয়ে এল। এই নতুন খেলাটির নাম Callisto Protocol। এই খেলাটা মূলত যে কোনও পিসি বা গেমিং কনসোলে খেলা যাবে। Krafton কোম্পানির সাবসিডারি স্ট্রাইকিং স্টুডিও এর যে থার্ড পারসন সারভাইভাল গেম আছে সেটি হল এই গেম। এটি আদতে একটি হরর, Sci-fi গেম। যাঁরা এই গেম খেলতে চান তাঁরা যে কোনও পিসির সঙ্গে PS5, Xbox সিরিজ X, Xbox সিরিজ S, Xbox One ইত্যাদিতে খেলতে পারবেন। তবে এক গেম খেলার জন্য টাকা দিতে হবে। স্টিম থেকে এই গেম খেলার জন্য ব্যয় করতে হবে 2,499 টাকা। আর যদি কেউ এক Callisto Protocol এর ডিলাক্স ভার্সন খেলতে চান তার জন্য তাঁকে খরচ করতে হবে 2,999 টাকা।
Krafton এর তরফে এই গেমের বিষয়ে তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। তারা জানিয়েছে যে এটি একটি 2320 জুপিটারের ডেড মুন ক্যালিসটোর উপর তৈরি করা হয়েছে। এই গেমটি চ্যালেঞ্জ করবে ব্ল্যাক আইরন প্রিজন এবং ডিসকভার দ্যা ডার্ক সিক্রেটস অফ দ্যা ইউনাইটেড জুপিটার কোম্পানিকে। ফলে এই তথ্য থেকে বুঝতেই পারছেন এটি একটি সাইফাই গেম হতে চলেছে। শুধু সাইফাই নয়, হরর গেমও বটে। খেলোয়াড়রা ব্ল্যাক আইরন প্রিজনার হিসেবে জ্যাকব লির ভূমিকা পালন করবেন।
অন্যদিকে এই খেলা সম্পর্কে স্টাইকিং ডিস্ট্যানস স্টুডিওজের তরফে তাদের সিইও এবং এই গেমের যিনি ডিরেক্টর সেই গ্লেন স্কোফিল্ড জানিয়েছেন যে এটি তাদের একটি দুর্দান্ত কাস্টের দুর্ধর্ষ পারফরমেন্স যুক্ত একটি উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর রাইড তৈরি করবে। ফলে সেটার উত্তেজনা সমস্ত কিছুকেই ছাপিয়ে যাবে। তাঁদের বিশ্বাস খেলোয়াড়রা এই গেমের সাহায্যে এক অনন্য অনুভূতি পাবেন।
PUBG খেলাটির জন্য মূলত BGMI ডেভেলপার সংস্থা Krafton পরিচিত। তারা এবার খালি ব্যাটল রয়াল গেমিং মেকার হিসেবে বদ্ধ থাকতে চায় না। অন্যান্য ধরনের টাইটেল নিয়ে আসতে ইচ্ছুক তারা। এটার মূল উদ্দেশ্যে খেলোয়াড়দের নতুন ধরনের খেলার স্বাদ দেওয়া। তাই তারা শুধু মাত্র গেম ডেভেলপার হিসেবে নিজেদের আটকে রাখতে চায় না। গ্লোবাল পাবলিশার হিসেবে আত্মপ্রকাশ ঘটিয়ে জনপ্রিয়তা পেতে চায়। আর সেটাই এখন তাদের মূল লক্ষ্য।
এই বিষয়ে উল্লেখযোগ্য, দুই বছর আগে 2020 সালে ভারত থেকে PUBG খেলাটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এর বছর খানেকের মধ্যে Krafton ফের ভারতীয়দের জন্য BGMI খেলাটি নিয়ে আসে। কিন্তু গোপনের চীনের সার্ভারে ভারতীয়দের তথ্য পাচার করছে বলে অভিযোগ ওঠায় ভারত থেকে সেই খেলাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরিয়ে দেওয়া হয় এই গেম Google Play Store এবং Apple App Store থেকে। তবে এবার আবার এই সংস্থা গোটা পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে ভারতেও এই নতুন গেম Callisto Protocol নিয়ে এল।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile