Apple এর নতুন এবং দুর্দান্ত ভাবনা। এই সংস্থার তরফে তাদের যত গেমিং অ্যাপ ছিল সেই সব কিছুর থেকে সরিয়ে দেওয়া হল জুয়া সম্পর্কিত বিজ্ঞাপন। অ্যাপেলের তরফে ব্যবসাকে পিছনে ফেলে গুরুত্ব দেওয়া হল শিশুদের বিকাশকে। তবে বহুদিন আগেই এই কাজটি অর্থাৎ জুয়া সম্পর্কিত যত বিজ্ঞাপন Apple এ ছিল সেগুলোকে সব সরিয়ে দেওয়া হয়েছে। এবার করা হল এটি। অভিযোগ আসতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিল অ্যাপেল। জানা গিয়েছে ডেভলপাররা এই আইডিয়া দিয়েছেন।
Apple এর তরফে জানানো হয়েছে বর্তমানে এই বিজ্ঞাপনগুলোকে সাময়িক ভাবে ব্যান করা হয়েছে। সরানো হয়েছে জুয়া সম্পর্কিত সমস্ত সাজেশনগুলোও। বর্তমানে App Store এ বিজ্ঞাপনের জন্য অ্যাপেল একটি আলাদা স্লট চালু করবে মঙ্গলবার থেকে।
যাতে কেউ জুয়ায় আসক্ত হয়ে না পড়েন তার জন্য ব্যবহারকারীদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা একটি অ্যাপ নিয়ে এসেছে অ্যাপেল নাম জ্যাকপট অ্যাওয়ার্ড। এই অ্যাপটিকে RecoveryMe এর ঠিক নিচেই দেখা যাচ্ছিল। গত বুধবার টুইট করে এই বিষয়টা জানানো হয়। এছাড়া এক ব্যবহারকারী দেখেন ঘোড়া বাজি অ্যাপের কথা। তিনি এটির হদিস পেয়েছেন সেই একই পেজে।
অন্যান্য ব্যবহারকারীদের মতে শিশুদের জন্য যে গেমিং স্লট আছে সেখানে একাধিক জুয়া বা সেই সংক্রান্ত বিজ্ঞাপন দেখানো হচ্ছে। এক আধজন নন, অনেকেই এটা দেখেছেন। এরপর তাঁরা টুইটারে অভিযোগ জানায়। কারণ টুইটারের মাধ্যমে একাধিক জুয়ার বিজ্ঞাপন দেখেন বেশ কিছু অ্যাপ ডেভেলপার।
জুয়ার বিজ্ঞাপনের বিষয়ে নজরে আসতেই যথাযথ পদক্ষেপ নেয় অ্যাপেল। সিদ্ধান্ত নিতে সংস্থার তরফে দেরি করা হয়নি। তারা জানিয়েছে শিশুদের গেমের পাশে যে সব জুয়ার বিজ্ঞাপন ছিল সে সব সরিয়ে দেওয়া হয়েছে। দেখাচ্ছে না কোনও সাজেশন। এই বিষয়ে উল্লেখযোগ্য 26 অক্টোবর এসে গেছে অ্যাপেলের নতুন সফটওয়্যার আপডেট। এই আপডেটে রয়েছে iPad os16.1 এবং ios16.1 রয়েছে এই তালিকায়।