ভারতের অন্যতম জনপ্রিয় E-Commerce সাইট Amazon দেশে নিয়ে এল Amazon Prime Gaming। Prime মেম্বারশিপ রয়েছে যাঁদের তাঁরা এই পিসি গেমিং সার্ভিস পেয়ে যাবেন। এই Amazon Prime Gaming থেকে আপনি একবার কোনও গেম কিনলে সেটা আপনার হয়েই থাকবে। তবে এই গেমগুলো কেনার জন্য আপনাকে বিভিন্ন গেম স্টোরগুলো লগইন করতে হবে, যেমন এপিক গেমস স্টোর, বুঙ্গি, রকস্টার গেমস, ইত্যাদি।
Amazon তাদের Prime মেম্বারশিপ নিয়ে আসে 2020 সালে। এতদিন পর্যন্ত প্রাইম মেম্বাররা বোনাস বা উপরি পাওনা হিসেবে বিভিন্ন গেম কনটেন্ট পেতেন। এবার সেটাকেই আরও গুছিয়ে, সুন্দর ভাবে আনতে চাইছিল Amazon। তাই তো তারা পুরোদমে একটি প্রাইম গেমিং কনটেন্ট নিয়ে এল এই E-commerce জায়েন্ট। যে সুবিধা এতদিন কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের গ্রাহকরা পেতেন এবার সেই এক সুবিধা পাবেন ভারতীয় গ্রাহকরা।
Amazon Prime Gaming-এ যে আকর্ষণীয় গেমগুলো পাবেন তাদের মধ্যে আছে ব্রাদার্স : এ টেল অব টু সন্স, দ্যা আমেজিং আমেরিকান সার্কাস, ডোরস: প্যারাডক্স, ইত্যাদি। এই গেমগুলো এখন কেবল উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য উপলব্ধ ছিল। অন্যদিকে Amazon এ AAA শিরোনামের মাধ্যমে কেবল কল অফ ডিউটি: ওয়ারজোন ২.০, মডার্ন ওয়ারফেয়ার ২, ডেসটিনি ২, রুগ কোম্পানি, ইত্যাদির মতো বেশ কিছু ইন গেম সামগ্রী রেখেছে।
Amazon এর তরফে ঋষি অলওয়ানি বলেছেন যে এবার ভারতীয় গ্রাহকদের জন্য Amazon একটি ডেডিকেটেড গেমিং পেজ নিয়ে এল। প্রাইম গেমিং এর একাধিক গেম এখন ভারতে উপলব্ধ আছে।
Amazon Prime সাবস্ক্রিপশন-এর একটা পার্ট হচ্ছে এই Amazon Prime Gaming। আপনার যদি Amazon Prime -এর সাবস্ক্রিপশন থেকে থাকে তাহলে আর আপনাকে আলাদা করে এই Prime Gaming -এর সাবস্ক্রিপশন নিতে হবে না। Amazon Prime -এর গ্রাহকরা 179 টাকা দিয়ে মাসিক, 459 টাকা দিয়ে তিন মাসের, 1,499টাকা দিয়ে বার্ষিক সাবস্ক্রিপশন নিতে পারবেন যেখানে তাঁরা একাধিক সুবিধা পাবেন, এর মধ্যে আছে ফ্রি শিপিং, Amazon Prime Video, Amazon Prime Music সার্ভিস, এবং Amazon Prime Gaming।