Panchayat Season 3 Trailer: জমজমাট ট্রেলার নিয়ে হাজির পঞ্চায়েত ৩-এর ট্রেলার, রাজনীতি, কমেডি এবং প্রেম ভরপুর

Updated on 15-May-2024
HIGHLIGHTS

জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব এবং নীনা গুপ্তার জনপ্রিয় সিরিজ 'Panchayat Season 3'এর অপেক্ষা এবার শেষ হতে চলেছে

Amazon prime Video-তে নতুন সিজনে তাদের মজাদার গল্প নিয়ে ফিরে আসছেন সচিবজি, প্রধানজি এবং তার গ্রামবাসিরা

জনপ্রিয় সিরিজ পঞ্চায়েত সিজন ৩ এর নতুন সিজনের ট্রেলার 15 মে অর্থাৎ আজ প্রকাশ্যে এল

Panchayat Season 3 Trailer: জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব এবং নীনা গুপ্তার জনপ্রিয় সিরিজ ‘পঞ্চায়েত সিজন ৩’এর অপেক্ষা এবার শেষ হতে চলেছে। বহুদিন ধরেই ফুলেরা গ্রামের নতুন গল্প জানতে মুখিয়ে ছিলেন দর্শকরা। এবার আবার Amazon prime Video-তে নতুন সিজনে তাদের মজাদার গল্প নিয়ে ফিরে আসছেন সচিবজি, প্রধানজি এবং তার গ্রামবাসিরা। জনপ্রিয় সিরিজের নতুন সিজনের ট্রেলার 15 মে অর্থাৎ আজ প্রকাশ্যে এল। যেখানে রাজনীতি, রোম্যান্স এবং একগুচ্ছ হাসি সবই রয়েছে একসাথে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই সিরিজের নতুন সিজন আসছে এই মাসেই। দেশের ভোটের আবহ দেখা যাচ্ছে ফুলেরা গ্রামেও। নতুন সিজনের ট্রেলারের শুরুতেই নতুন সচিবজি দেখা দিয়েছে। তবে কি পুরানো সচিবজি অর্থাৎ অভিষেক ত্রিপাঠির পালা শেষ?

আরও পড়ুন: Latest OTT Release: হীরামান্ডি থেকে শয়তান! গত সপ্তাহে ওটিটিতে এসেছে কোন ছবি এবং সিরিজ?

অন্যদিকে গ্রামের এই নাটকের মাঝেই সচিভজি প্রেমে পড়ে যান প্রধানজির মে রিঙ্কির প্রেমে। অভিষেক কি পারবে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে এক করতে? তিনি কি গ্রামীণ রাজনীতিতে নিরপেক্ষ থাকতে পারবেন? সে কি তার স্বপ্ন পূরণ করবে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে ফিরছে নতুন সিজন।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এই সিরিজের নতুন সিজন আসছে এই মাসেই

সবকিছু মিলিয়ে জমজমাট একটি ট্রেলার। তবে শেষ পর্যন্ত ফুলেরা গ্রামের সচিব অভিষেক ত্রিপাঠি থাকবেন, নাকি নির্বাচনে দাড়াবে অন্য কেউ। এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী 28 মে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে।

আরও পড়ুন: HMD First Phone: মিড-বাজেটে আসছে এইচএমডি-র প্রথম 5G স্মার্টফোন, লঞ্চের আগেই দাম এবং ফিচার ফাঁস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :