Latest OTT Release: হীরামান্ডি থেকে শয়তান! গত সপ্তাহে ওটিটিতে এসেছে কোন ছবি এবং সিরিজ?

Latest OTT Release: হীরামান্ডি থেকে শয়তান! গত সপ্তাহে ওটিটিতে এসেছে কোন ছবি এবং সিরিজ?
HIGHLIGHTS

মে মাসের প্রথম সপ্তাহে ওটিটিতে বেশ রমরমা ছিল

সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত সিরিজ হীরামান্ডি (Heeramandi: The Diamond Bazaar) মুক্তি পেয়েছে

শুধু তাই নয়, অজয় ​​দেবগন এবং মাধবনের ছবি শয়তানও (Shaitaan) এসে গেছে ওটিটিতে

OTT Release last week: মে মাসের প্রথম সপ্তাহে ওটিটিতে বেশ রমরমা ছিল। বিশেষ করে তাদের জন্য যাদের Netflix এর সাবস্ক্রিপশন রয়েছে। সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত সিরিজ হীরামান্ডি (Heeramandi: The Diamond Bazaar) মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, অজয় ​​দেবগন এবং মাধবনের ছবি শয়তানও (Shaitaan) এসে গেছে ওটিটিতে। আর কোন কোন ছবি বা সিরিজ এন্ট্রি নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে আসুন জেনে নেওয়া যাক।

হীরামন্ডি দ্য ডায়মন্ড বাজার (Heeramandi: The Diamond Bazaar)

1940 এর দশকের গল্প হীরামান্ডি। স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, ফারদিন খান, শেখর সুমন, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সানজিদা শেখ, অধ্যায়ন সুমন, শারমিন সেহগাল এবং তাহা শাহ বদুশা প্রধান চরিত্রে অভিনয় করেছেন। নেটফ্লিক্সে মুক্তি পেয়ে মে মাসের প্রথম সপ্তাহে।

OTT Release last week Heeramandi: The Diamond Bazaar
1940 এর দশকের গল্প হীরামান্ডি

আরও পড়ুন: Panchayat 3 release date: ‘সচিব জি’ আসছে আবার দর্শকদের মন জয় করতে, জানুন কবে পাবে মুক্তি

শয়তান (Shaitaan)

অজয় দেবগন, আর মাধবন অভিনিত এই সিনেমটি সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে। এখন এই ছবিটি দুই-দিন আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন বিকাশ বহল। এটি 2023 সালের গুজরাটি হরর ফিল্ম ‘ওয়াশ’-এর হিন্দি রিমেক।

লুটেরে (Lootere)

গত কয়েক সপ্তাহ ধরে, লুটেরার এপিসোড Disney+ Hotstar প্ল্যাটফর্মে স্ট্রিম করা হচ্ছে। প্রতি সপ্তাহে নতুন পর্ব আসে এতে। একটি জাহাজ যা সোমালিয়ান ডাকাতরা অপহরণ করে নিয়েছে। জাহাজে আটকে থাকা ক্রু সদস্যরা কি সেখানে মুক্ত হতে পারবে?

আরও পড়ুন: Baahubali Crown Of Blood OTT: আবার নতুন চমক নিয়ে ফিরে আসছে বাহুবলী!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo