JioCinema: 299 টাকায় 12 মাস দেখুন জিওসিনেমা প্রিমিয়াম, 4K কোয়ালিটি সহ এড-ফ্রি কন্টেন্ট

JioCinema: 299 টাকায় 12 মাস দেখুন জিওসিনেমা প্রিমিয়াম, 4K কোয়ালিটি সহ এড-ফ্রি কন্টেন্ট
HIGHLIGHTS

Netflix এবং Amazon Prime Video কে টেক্কা দিতে নতুন প্রস্তুতি নিচ্ছে Jio কোম্পানি

JioCinema 299 টাকা দামের একটি নতুন বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে

কোম্পানির নতুন প্ল্যানটি লঞ্চ করার উদ্দেশ্য গ্রাহকদের সস্তা দামে 4K রেজোলিউশনে এড-ফ্রি কন্টেন্ট দেখানো

Netflix এবং Amazon Prime Video কে টেক্কা দিতে নতুন প্রস্তুতি নিচ্ছে Jio কোম্পানি। জিও গ্রাহকদের জন্য একটি নতুন বার্ষিক প্ল্যান নিয়ে হাজির হয়েছে। এই প্ল্যানে আপনাকে JioCinema একবার রিচার্জ করাতে হবে। যার পর আপনি পুরো একবছর পর্যন্ত ছবি, ওয়েব সিরিজ এবং সিরিয়াল দেখতে পারবেন।

জিও সিনেমা 299 টাকা দামের একটি নতুন বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে৷ কোম্পানির নতুন প্ল্যানটি লঞ্চ করার উদ্দেশ্য গ্রাহকদের সস্তা দামে 4K রেজোলিউশনে এড-ফ্রি কন্টেন্ট দেখানো। আসলে জিওর এই সস্তা প্ল্যানটি নেটফ্লিক্স এবং অ্যামাজন এর দামি প্ল্যানকে টেক্কা দিতে বাজারে আনা হয়েছে।

আরও পড়ুন: Moto G04s: 50MP AI ক্যামেরা সহ 30 মে হবে লঞ্চ হবে নতুন মোটো ফোন, দাম হবে 8000 টাকার কম

জিওর নতুন প্ল্যানটি মাসিক সাবস্ক্রিপশনের তুলনায় অনেকটা সস্তা, যার খরচ প্রতি মাসে 29 টাকা পরবে।

JioCinema 299 টাকা বার্ষিক প্ল্যান

JioCinema New premium plan
একটি বিশেষ অফারের আওতায় 50 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে 299 টাকার বার্ষিক প্ল্যানটি

299 টাকার বার্ষিক প্ল্যানটি বর্তমানে একটি বিশেষ অফারের আওতায় 50 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। তবে এক বছর পর প্ল্যানের দাম বেড়ে দাঁড়াবে 599 টাকা। এই প্ল্যানে 12 মাসে মেয়াদ পাওয়া যাবে।

জিওসিনেমা ২৯৯ টাকায় কী সুবিধা দিচ্ছে

কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, জিওসিনেমা প্রিমিয়াম বার্ষিক প্ল্যানে মাসির প্ল্যানের সমাম একই সুবিধা দেওয়া হয়ে। যেমন প্রিমিয়াম কন্টেন্ট সহ বিজ্ঞাপন ছাড়া ভিডিও, 4K কোয়ালিটি, একটি ডিভাইস কানেকশন এবং অফলাইন কন্টেন্ট দেখা এবং ডাউনলোড করার সুবিধা।

JioCinema 89 টাকার ফ্যামিলি প্ল্যান

গত মাসে জিও সিনেমা 149 টাকার প্রিমিয়াম ফ্যামিলি প্ল্যান চালু করেছিল। যা বিশেষ অফারের আওতায় প্রথম মাসের জন্য 89 টাকায় বিক্রি হচ্ছে। আপাতত এই বিষয় কোনো খবর নেই যে কোম্পানি প্রিমিয়াম ফ্যামিলি প্ল্যানেরও বার্ষিক রিচার্জ আনবে বা না।

আরও পড়ুন: POCO F6 5G ফোনের আগামীকাল প্রথম সেল, কেনার আগে জেনে নিন এই জিনিষগুলি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo