টেরটো নিয়ে এল ‘বেশ’ নামের এক নতুন পোর্টেবেল ব্লুটুথ স্পিকার

Updated on 08-Jan-2020
HIGHLIGHTS

10 ওয়াটের আউটপুট সাউন্ডের সঙ্গে বেশ আপনাদের সাফারের আল্টিমেট সুযোগ দেবে

টেরেটো বেশ এমন একটি নেক্সট জেনারেশানের ওয়ারলেস স্পিকার যা তাদের জন্য এসেছে যারা গান শুনতে পছন্দ করেন

পোর্টেবেল ডিজিটাল প্রোডাক্ট মার্কেটে অন্যতম প্রধান নাম টেরেটো যা তাদের সাউন্ড সিস্টেমের জন্য পরিচিত। আর এবার তাদের পোর্টফোলিও আরও বাড়িয়ে ব্লুটুথ স্পিকারের ক্ষেত্রে লঞ্চ করেছে। আর টেরেটো একটি নেক্সট জেনারেশানের ওয়ারলেস স্পিকার যা তারা স্পেশালি যারা গান শুনতে ভালবাসে তাদের জন্য বানিয়েছে। আর এই স্পিকার লাইট ওয়েট আর এটি আপনাদের পকেটে সহজে ফিট হয়ে যায়।

টেরেটো বেশে 1200 mAh য়ের ব্যাটারি যুক্ত আর এটি ছয় ঘন্টা পর্যন্ত গান শোনার সময় দেয়। আর ব্লুটুথ চাহ্রা আপনারা বেশ USB কেবেল, TFT কার্ড, FM আর অক্স কেবেলের মাধ্যমে ব্যাবহার করতে পারবেন। আর এই স্পিকারটি ওয়ারলেস কানেকশান যুক্ত আর এটি আপনাদের ব্লুটুথ 5.0 র মাধ্যমে এক সঙ্গে দুটি স্পিকারের ব্যাববার করে। আর এর সঙ্গে আউটপুট সাউন্ড 10 ওয়াটের আর যা আপনাদের গান বাছতে সাহায্য করবে।

ফিচার

  • ট্রু ওয়ারলেস কানেকশানের সঙ্গে ব্লুটুথ 5.0 যুক্ত
  • আর অক্স, TFT কার্ড, FM আর USB সাপোর্ট
  • 1200mAh য়ের ব্যাটারি
  • ছয় ঘণ্টার প্লেটাইম
  • 10w আউটপুট
  • দাম আর প্রাপ্তি বিষয়ে খবর

টেরেটো বেশ কালো, লাল আর সাদা রঙে আসবে। আর এটির দাম 1799 টাকা রাখা হয়েছে। আর এটি দেহসে সব রিটেল স্টোর্সের সঙ্গে সঙ্গে সব প্রধান ইকমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাবে আর এই পোর্টেবেল স্পিকার এক বছরের ওয়ারেন্টির সঙ্গে আসবে।

Connect On :