Spotify ভারতে লঞ্চ হল, 30 দিনের ফ্রি ট্রায়াল আর স্টুডেন্টদের জন্য 50 শতাংশ ডিস্কাউন্ট

Spotify ভারতে লঞ্চ হল, 30 দিনের ফ্রি ট্রায়াল আর স্টুডেন্টদের জন্য 50 শতাংশ ডিস্কাউন্ট
HIGHLIGHTS

অবশেষে Spotify ভারতে লঞ্চ করা হয়েছে, আর এটি একটি মিউজিক স্ট্রিমিং পরিষেবা, যা এবার 79তম দেশ হিসাবে ভারতে লঞ্চ করা হয়েছে

হাইলাইট

  • অবশেষে Sptofy ভারতে লঞ্চ করা হয়েছে, আর এটি একটি মিউজিক স্ট্রিমিং পরিষেবা, যা এবার 79 তম দেশ হিসাবে ভারতে লঞ্চ করা হয়েছে
  • 30 দিনের ফ্রি ট্রায়াল আর স্টুডেন্টদের জন্য 50 শতাংশ ডিস্কাউন্ট দিচ্ছে
  • আমরা যদি ভারতীয় ইউজার্সদের বিষয়ে বলি তবে এতে আপনারা মাল্টিপেল ভাষা মানে একাধিক ভাষার মিউজিক রেকমেন্ডেশান পাবেন
  • আর এর সঙ্গে আপনারা এতে ডেলি মিক্স, হোম, রেডমি আর অনেক সার্চ রেজাল্ট পাবেন

 

অবশেষে Sptify ভারতে লঞ্চ করা হয়েছে, এটি একটি মিউজিক স্ট্রিমিং পরিষেবা, যা এবার 79 তম দেশ হিসাবে ভারতে লঞ্চ হয়েছে। আর এর মাধ্যমে আপনারা কোন প্রিমিয়াম সাবস্ক্রিপশান ছাড়া শাফল প্লে আছে , আর এর মাধ্যমে আপনার যেকোন আর্টিস্ট, কোন এম্বলাম বা প্লেলিস্ট শাফল মোড চালাতে পারে।

আর আমরা যদি ভারতীয় ইউজার্সদের কথা বলি তবে এতে আপনারা মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে, একাধিক ভাষার মিউজিকের অপশান পাবেন। আর এর সঙ্গে এতে ডেলি মিক্স, হোম, রেডিও আর অনেক সার্চ রেজাল্ট পাবেন।

Spotify India launch

আর এছাড়া আপনারা আপনাদের স্টার্টিং প্লেলিস্ট যা আপনাদের বলিউড মোস্ট পপুলারে পাবেন, আর এছাড়া এতে আপনারা টলেবুড, কেলিবুড আর পাঞ্জাবি অ্যাক্টার আর সিটি প্লেস্টোর পাবেন, আর এর মানে এই যে আপনারা কোন শহরের বিষয়ে গান চিয়ানেল তা পাবেন আর আপনারা কিছু মুম্বিয়া ট্রেন্ডিং চাইলে তা পাবেন আবার দিল্লি বা চেন্নাই ট্রেন্ডিং চাইলে তাও পাবেন।

আমরা যদি লঞ্চ অফারের বিষয়ে বলি তবে ভারতে এটি আপনারা প্রথম 1 মাস প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ফ্রিতে পাবে আর স্টুডেন্টরা 50 শতাংস ছাড় পাবে। আর এর সঙ্গে বাৎসরিক প্রিপেড প্ল্যানে আপনারা 20 শতাংশ ডিস্কাউন্ট পাবেন। আর আসুন এবার এই প্ল্যান গুলি ভাল করে দেখে নেওয়া যাক।

Spotify India Subscription price

  • Rs. 119 per month
  • Rs. 1189 per year

কিছু অন্য প্ল্যান

  • Rs. 13 for 1 day
  • Rs. 39 for 1 week
  • Rs. 129 for 1 month
  • Rs. 389 for 3 months
  • Rs. 719 for 6 months
  • Spotify India plans

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo