অ্যামাজন অ্যালেক্সার সঙ্গে SONY SRS-XB402M ব্লুটুথ স্পিকার ভারতে 24,990 টাকায় লঞ্চ হল

অ্যামাজন অ্যালেক্সার সঙ্গে SONY SRS-XB402M ব্লুটুথ স্পিকার ভারতে 24,990 টাকায় লঞ্চ হল
HIGHLIGHTS

সোনি তাদের SRS-XB402M ব্লুটুথ স্পিকার লঞ্চ করেছে

এই নতুন স্পিকার 18 আগস্ট পর্যন্ত 19,990 টাকায় কেনা যাবে

এটি আজ থেকে অনলাইন আর অফলাইনে কেনা যাবে

সোনি ভারতে তাদের নতুন Sony XB402M ওয়ারলেস স্পিকারটি লঞ্চ করেছে। এই নতুন ব্লুটুথ স্পিকারটি ডুয়াল প্যাসিভ রেডিশান যুক্ত আর এটির রেঞ্জ 53mm। আর এই স্পিকারটির সামনের দিকে হোল আছে যা ভাল সাউন্ড দিতে সাহায্য করে। নতুন স্পিকারটি অ্যামাজনের ডিজিটাল অ্যাসিস্টেন্স অ্যালেক্সা সাপোর্ট করে আর এটি অ্যামাজন মিউজিক, জিওসাভান, টুনেলন আর কিন্ডলে সাপোর্ট করে।

এই Sony XB402M ওয়ারলেস স্পিকারটি IP67 যুক্ত আর তাই এটি ওয়াটার প্রুফ আর ডাস্ট প্রুফ করেছে। এটি মাল্টি কালারড লাইন আর লাইট যুক্ত। এটি ওয়াই ফাই এনেবেল্ড স্মার্ট স্পিকার আর এটি ব্লুটুথ 4.2 আর এর ফ্রিকুয়েন্সি রেস্পন্স রেট 20 Hz থেকে 20,000 Hz। এর সঙ্গে এতে মাইক্রো USB পোর্ট আছে, আর এই ডিভাইসটি 12 ঘন্টার অডিও প্লেব্যাক একবার চার্জে দিতে পারে। আর এর সঙ্গে এটি স্মার্টফোনের জন্য USB পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যায়। এই স্পিকার স্পটিফাই কানেক্ট করতে পারে। আর এই স্পিকার এখন 18 আগস্ট পর্যন্ত ডিস্কাউন্টে 19,990 টাকায় কেনা যাবে। আর এর সঙ্গে এটি আজ থেকে মানে 13 আগস্ট থেকে অনলাইন আর অফালাইনে কেনা যাবে।এর আসল দাম এমনিতে 24,990 টাকা।

এই সোনি SRS-XB402 দুটি ফিজিকাল বটন যুক্ত আর এতে ভলিউম কন্ট্রোল করা যায় আর লাইভ সাউন্ড ফিচার কন্ট্রোল করা যায়। আর এই লাইভ সাউন্ড ফিচার থ্রি ডায়মেনশানাল সাউন্ডের অভিজ্ঞতা দেয় আর এর সঙ্গে DSP প্রযুক্তি আছে।

Digit.in
Logo
Digit.in
Logo