সোনি তাদের অডিও লাইনাপ বারিয়ে, নতুন হেডফোন সিরিজ আর “এক্সট্রা বাস” ওয়ারলেস স্পিকার্স লঞ্চ করল
সোনি ইন্ডিয়া তাদের অডিও লাইনাপের বিস্তার করে নতুন হেডফোন আর “এক্সট্রা বাস” ওয়ারলেস স্পিকার্স লঞ্চ করেছে। নতুন WF-SP ব্লুটুথ হেডফোন ডিজিটাল নয়েস ক্যান্সেলেসান্স প্রযুক্তির সঙ্গে এসেছে আর এর ডিজাইন স্প্ল্যাস প্রুফ আর এর দাম 12,990টাকা।
WI-SP600N, WI-SP500, WI-C300,WICH 400 আর WH-CS500 ডিভাইসের দাম যথাক্রমে -9,990 টাকা, 4,990 টাকা, 2,990 টাকা, 3,790 টাকা আর 4,990টাকা রাখা হয়েছে। আর সেখানে SIAS-XB41 য়ের দাম 13,990 টাকা আর, SIAS-XB31 য়ের দাম 9,990টাকা আর SIAS-XB 21 য়ের দাম 7,990টাকা।
WF-SP700 N, WI-SP 600N, WI-SP500,WI-C300,WH-CH 400 আর WH-CH500ডিভাসে ওয়ান টাচ কানেক্টিভিটি অ্যাক্সেস আর ব্লুটুথ আছে, আর সেখানে WF-SP700N আর WISP600N য়ের আলদা আপডেট গুগল অ্যাসিস্টেন্সের সঙ্গে অ্যাক্সেস আর অপটিমাইজেশান পাবে।
সোনি এক্সট্রা বাস সিরিজে তিনটি হেডফোন এনেছে যার মধ্যে SIS-XB41, SIS-XB31 আর SIES-XB21 আছে।
এই অডিও ডিভাইসটি ওয়াটার আর ডাস্ট রেজিস্টেন্স যুক্ত আর এটি IP67 রেটিংয় যুক্ত। সোনির স্পিকার্স এখন 100টি আলাদা আলদা ডিভাইসের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায়।