Pebble ভারতে লঞ্চ করল তাদের সস্তার এই ডিভাইসটি, দাম Rs. 1400

Updated on 23-Aug-2017
HIGHLIGHTS

এই ইনএয়ার ওয়ারলেস হেডফোনটিকে সহজেই পড়া যায় আর এতে ব্লুটুথ V4.0 টেকনলজি দেওয়া হয়েছে

Pebble ভারতে তাদের নতুন ওয়ারলেস হেডফোন নিয়ে এসেছে। এই ওয়ারলেস হেডফোনের দাম Rs 1499 রাখা হয়েছে। এটি Pebblecart.com ছাড়া অ্যামাজন আর ফ্লিপকার্টের মতন প্ল্যাটফর্মেও সেলের জন্য পাওয়া যাচ্ছে। এটি রেড আর ব্লু দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট আর অ্যামাজন

কোম্পানি দাবি করেছে যে এই ইন-এয়ার ওয়ারলেস হেডফোটি খুব ভাল সাউন্ড কোয়ালিটি দেয়। এতে ব্লুটুথ V4.0 টেকনলজি দেওয়া হয়েছে, এর ফলে এতে ভাল সিগন্যাল পাওয়া যায়। এটি বেশ হাল্কা আর এর ডিজাইন বেশ আলাদ। এটি অ্যান্ড্রয়েড আর iOS দুটি প্ল্যাটফর্মেই কানেক্ট করা যায়। এটি দিয়ে আপনি ট্যাবলেট, মোবাইল আর PC যে কোন কিছুতেই ভাল ভাব আর সহজে কানেক্ট করা যায়।

এতে 55 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, কোম্পানি দাবি করেছে যে এটি 3-5 অব্দি টানা মিউজিক প্লে করতে পারে। এর ব্লুটুথ রেঞ্জ 10 মিটার। এই ডিভাইসে ইন-বিল্ট মাইক্রোফোন আছে, যার মাধ্যমে ইউজার হ্যান্ডস ফ্রি কল করতে পারে। এটি নয়েজ ক্যনশেলেশান ফিচার যুক্ত।

সোর্সঃ 

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট আর অ্যামাজন

Connect On :