আজকের এই তালিকায় বেশ কিছু অসাধারন স্পিকার নিজেদের জায়গা করে নিয়েছে
পেটিএমমল প্রায়ই কোন না কোণ জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট দিয়ে থাকে আর আজকে তারা এই ব্লুটুথ স্পিকার গুলির ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। এর মধ্যে থেকে কোনটি আপনারা পছন্দ হলে তা সহজেই নিজের করতে পারবেন এখান থেকে।
আজকে পেটিএমমলে এই মাল্টিমিডিয়া স্পিকারটি 425টাকায় কেনা যাবে। এর আসল দাম সাইটে 899টাকা বলা হয়েছে। এটি একটি USB পাওয়ার স্টিরিও যুক্ত। আর এটি 4W RMS পাওয়ার আউটপুট যুক্ত। এখান থেকে কিনুন।
আজকে এই মোটোরোলার স্টিরিও ব্লুটুথ স্পিকারটি 1,164টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 2,999টাকা বলা হয়েছে। এটি আজকে ব্ল্যাক কালারে কেনা যাবে। এখান থেকে কিনুন।
আজকে এটি পেটিএমমল থেকে 1,444 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 3,990 টাকা বলা হয়েছে। এটি 7x40mm স্পিকার ড্রাইভ আউটপুট যুক্ত। এতে একটি বিল্ড ইন 3.5mm অডিও আছে আর এর চার্জেবেল ব্যাটারিটি 1000mAh য়ের। এখান থেকে কিনুন।
2,999 টাকার এই স্পিকারটি আজকে পেটিএমমল থেকে 1,581 টাকায় কেনা যাবে। এটি ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে। এতে একটি বিল্ড ইন 3000mAh য়ের রিচার্জেবেল ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
5,499 টাকা দামের এই স্পিকারটি আজকে পেটিএম মলে 1,581টাকায় কেনা যাবে। এটি একটি জাস ব্লাস্টার আর এতে ব্লুটুথের লেটেস্ট 42 প্রযুক্তি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটের এই দামের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।