JBL লঞ্চ করল সবথেকে সস্তা TWS Earbuds, মিলবে 20 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ
JBL ইয়ারবাডের দাম হবে 3,499 টাকা
JBL Wave 100 ইয়ারবাডে থাকবে ভয়েস অ্যাসিস্টেন্ট ফিচার
JBL Wave 100 ওয়্যারলেস ইয়ারবাডে থাকবে ডুয়াল EQ মোড
সম্প্রতি JBL একটি নতুন পকেট ফেন্ডলি ওয়্যারলেস ইয়ারবাড বাজারে এনেছে । এই JBL Wave 100 ইয়ারবাড দেবে টানা 20 ঘণ্টার প্লেব্যাক টাইম। নতুন এই JBL Wave 100 ওয়্যারলেস ইয়ারবাড পাওয়া যাবে ব্ল্যাক, হোয়াইট এবং নীল কালার অপশনে। এই JBL ইয়ারবাডের দাম হবে 3,499 টাকা। ফ্লিপকার্টে এই ইয়ারবাড মিলবে 21 আগস্ট থেকে।
এই JBL Wave 100 ওয়্যারলেস ইয়ারবাডে থাকবে ডুয়াল EQ মোড। যার সাহায্যে ব্যবহারকারী দুই রকমের সাইন্ড মোডে মিউজিক এনজ্য় করতে পারবে। এই নতুন অডিও ডিভাইসে থাকবে টাচ কন্ট্রোলের সুবিধা। এই JBL Wave 100 ইয়ারবাডে থাকবে ভয়েস অ্যাসিস্টেন্ট ফিচার। এছাড়া এই অডিও ডিভাইসের মাধ্যমে ভয়েস কলের উত্তরও দেওয়া যাবে খুব সহজে। এছাড়াও এই ডিভাইস 5 ঘণ্টার টানা প্লেব্যাক টাইম দেবে, এমনই বলা হয়েছে JBL কোম্পানির তরফে।
JBL Wave 100 ভার্সেস Boat Airdopes 501
এই নতুন JBL Wave 100 ওয়্যারলেস ইয়ারবাড বাজারে হাজির হয়েছে Boat এয়ারডপসের প্রতিযোগী হিসেবে। Boat Airdopes 501 মডেলটির দাম 3,990 টাকা। যা JBL Wave 100 ইয়ারবাডের চাইতে 491 টাকা বেশি। বোটের এই ডিভাইসে রয়েছে হাইব্রিড অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের সুবিধা। সস্তার এই ইয়ারবাডে রয়েছে ইন-ইয়ার ডিটেকশন ফিচার। ইয়ারবাডে রয়েছে ওয়াটারপ্রুফ ডিজাইন। এই Boat Airdopes 501 অডিও ডিভাইস দিতে পারে 28 ঘণ্টার একটানা ব্যাটারি ব্যাকআপ।