এবার অ্যান্ড্রয়েডের জন্য ফ্লিপকার্ট সম্পূর্ণ ফ্রি একটি ভিডিও স্ট্রিমিং পরিষেবা নিয়ে এসেছে। গ্রাহকরা এখানে ফ্লিপকার্টের ভিডিও পার্টনার Viu, Dice Media, TVF, Arreআর Voot য়ের কন্টেন্ট দেখতে পারবেন। আর এখানে আপনারা নিজদের ইচ্ছে অনুসারে ভাষা নির্নয়ও করতে পারবেন।
অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স বা হৈচৈয়ের মতন ভিডিও অ্যাপ স্ট্রিমিং পরিষেবার মতন এবার ফ্লিপকার্টেও ভিডিও কন্টেন্ট দেখা যাবে। এখন এই পরিষেবা ফ্লিক নামে এসেছে এর আলাদা কোন নাম দেওয়া হয়নি। আর এটি ফ্লিপকার্ট অ্যাপেই পাওয়া যাবে এর জন্য আলাদা কোন অ্যাপ ইন্সটল করতে হবে না।
কোম্পানি বলেছে যে এই পরিষেবা কোম্পানি তাদের অল্প বয়েসি গ্রাহকদের কথা মাথায় রেখে বানিয়েছে। আর এর সঙ্গে এটি তাদেরও ভাল লাগবে যারা ভিডিও কন্টেন্ট দেখতে ভালবাসেন। এটি ফ্লিপকার্ট অ্যান্ড্রয়েড অ্যাপেই রোল আউট করা হয়েছে। এটি যারা ফ্লিপকার্ট প্লাস ইউজার্স নন তাদের জন্যও সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে।
আর এর আগে কোম্পানির আধিকারিক ও জানিয়েছিলেন যে এই পরিষেবার জন্য গ্রাহকদের কোন মূল্য দিতে হবে না। আর এই পরিষেবার প্রিমিয়াম কন্টেন্ট ও সম্পূর্ণ ফ্রি হবে বলে জানা গেছে।