গুগল তারাতরি নতুন ফিচার্স নিয়ে ইউটিউব গো ভারতে করবে লঞ্চ
ইউটিউব গো ইউটিউবের একটি আলাদা ভার্সন, যা লো ইন্টারনেট কানেক্টিভিটিতে কাজ করতে পারে
গুগল তারাতারি ভারতে ইউটিউবের সেপারেট ভার্সন ইউটিউব গো লঞ্চ করবে. ইউটিউব গো সেই সব জায়গায় কাজ করতে পারে যেখানে লো ইন্টারনেট কানেক্টিভিটি আছে. গুগল সাউথ ইস্ট পরিষেবার ভাইস প্রেসিডেন্ট রাজন আনন্দ এর ঘোষনা করেছেন. রাজন আনন্দ লঞ্চিং এর তারিখের কথা ঘোষনা করেননি.
ইউটিউব এর এই সার্ভিস গতবছর সেপ্টেম্বরে করা হয়েছিল. ইউটিউবের এই নতুন সার্ভিস এ কিছু নতুন ফিচার্স দেওয়া হয়েছে. ইউটিউব গো তে ইউযার্সরা কোন ভিডিও সেভ বা প্লে করার আগে তার প্রিভিউ দেখতে পারবে.
এই সার্ভিসের মাধ্যমে ইউযার্স যেকোন ভিডিও নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে. ভিডিও শেয়ার করার জন্য এটা দরকার যে অন্য ইউযার্স এর কাছেও ইউটিউব গো আগে থেকে ইনস্টল করা থাকবে. এই শেয়ারিং ওয়াইফাই ডিটেক্টার এর মাধ্যমে করা যাবে. এছাড়া এখন ইউযার্স কোন ভিডিও সেভ করতে চাইলে তারা নিজেদের পছন্দের রেজিলিউশনে ভিডিও সেভ করতে পারেব. গুগল এর আগে তাদের ম্যাপ ফিচার্স এও কিছু নতুন ফিচার্স এড করেছিল.
আরো দেখুন: ফের চমক রিল্যায়েন্সের, এবার জিও প্রাইম মেম্বারও হতে পারবেন ফ্রি-তে!
আরো দেখুন: মাইক্রোম্যাক্স স্পার্ক ভিডিও আল্ট্রা বাজেট স্মার্টফোন হল লঞ্চ
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile