এবার আপনি সহজেই ইন্সটাগ্রামের স্টোরি WhatsApp এ পোস্ট করতে পারবেন

এবার আপনি সহজেই ইন্সটাগ্রামের স্টোরি WhatsApp এ পোস্ট করতে পারবেন
HIGHLIGHTS

ইন্সটাগ্রাম স্টোরিকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হিসাবে পোস্ট করা যাবে

ফেসবুক তাদের ইউজার্সদের জন্য ইন্সটাগ্রাম “স্টোরিজ” কে হোয়াটসঅ্যাপে পোস্ট করার বিষয়ে কাজ করছে। এই নতুন ফিচার্স এলে ইউনার্সরা ডেকোরেটেড ছবি, ভিডিও আর GIFs হোয়াটসঅ্যাপে পোস্ট করতে পারবে, যা 24 ঘন্টা পরে সরে যাবে।

টেকক্রাঞ্চের রিপোর্ট অনুসারে, “ইন্সটাগ্রাম স্টোরিকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হিসাবে পোস্ট করা যাবে আর তা হোয়াটসঅ্যাপের বাকি অংশের মতন এক্রিটেড হবে”। ফেসবুকের এক আধিকারিক বলেছেন যে, “আমরা সবসময় ইনস্টাগ্রামে ইউজার্সদের অভিজ্ঞতা আরও ভাল করার চেষ্টা করি আর আমাদের মনেরাখার মতন মুহূর্তকে শেয়ার করা সহজ করি”।

ফেসবুকের CEO মার্ক জুকেরবার্গ ঘোষনা করেছে যে ‘ইন্সটাগ্রাম স্টোরিজ’ আর ‘হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস’ দুটিতেই আপাতত প্রতিদিন 300 মিলিয়ান ইউজার্স সক্রিয়। আগেই ফেসবুক USতে ফেসুবুক আর ইন্সটাগ্রামের সিন্ডিকেট করার ফিচার নিয়ে এসেছে, যাতে ইউজার্সরা তাদের ‘ইনস্টাগ্রাম স্টোরিজ’ কে সোজা ফেসবুক স্টোরিজ হিসাবে শেয়ার ক্রত্যে পারে। তবে এই ফিচার্সটি এখন শুধু US’র ইউজার্সরাই পাচ্ছে, তবে খুব তাড়াতাড়ি সারা বিশ্বে অফিসিয়ালি এই ফিচার্সটি পাওয়া শুরু হবে বলে আসা করা হচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo