এবার আপনি এভাবে জিওফোনেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন

Updated on 10-Jan-2018
HIGHLIGHTS

জিওফোন একটি স্মার্টফিচার ফোন, তবে এতে অনেক অ্যাপ প্রিইন্সটল্ড থাকলেও তাতে হোয়াটসঅ্যাপ নেই

রিলায়েন্স জিওর 4G VoLeT সাপোর্ট যুক্ত জিও ফোন এখন অনেকের কাছেই আছে। তবে এখনও অব্দি এটি সমস্ত গ্রাহদকের কাছে পৌছায়নি। রিলায়েন্স জিও ভারতীয় টেলিকম বাজারে 4G পরিষেবা নিয়ে আসার পর থেকেই টেলিকম বাজারে একটা হুলুস্থুলু পরে গেছিল আর তারপরে তারা যখন তাদের 4G ফিচার ফোন নিয়ে হাজির হল সেই স্ম্যহ থেকে ফিচার ফোনকে স্মার্টকরার হুজুগও চারদিকেই বাড়তে দেখা গেছে।

জিওফোনে অনেক প্রি ইন্সটল্ড অ্যাপ থাকলেও জিওফপ্ন জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ সাপোর্ট করেনা। আর আমরা আজকে এখানে আপনাদের এমন একটি ট্রিকের কথা বলব যা দিয়ে আপনারা আপনাদের জিওফোনের সঙ্গে হোয়াটসঅ্যাপ যুক্ত করে তা চালাতে পারবেন।

তবে আসুন দেখা যাক কি ভাবে আপনারা এরকম করতে পারবেন।

ফার্স্ট স্টেপ

প্রথমে নিজের জিও ফোন অন করুন আর তাতে ইন্টারনেট কানেকশান অন করুন।

সেকেন্ড স্টেপ

এবার ফোনের ওয়েব ব্রাইজে যান আর web.Whatsapp.com টাইপ করুন আর ওকে বটন প্রেস করুন।

থার্ড স্টেপ

এবার আপনার সামনে হোয়াটসঅ্যাপের ওয়েবপেজ খুলে যাবে আর একটি QR কোড দেখাবে, এবার এই কম্পিউটার কোডটিকে স্ক্যান করেনিন।
ফোর্থ স্টেপ

আর এবার আপনি আপনার ফোন অন করে হোয়াটসঅ্যাপ অ্যাপটি এসে যাবে আর এর মধ্যে WhatsApp web এ যান, WhatsApp web এ ক্লিক করে আপনি QR কোড স্ক্যান করার অপশান দেখতে পারবেন।

ফিফথ স্টেপ

এবার আপনি আপনার স্মার্টফোন থেকে জিও ফোনে দেখতে পাওয়া QR কোড স্ক্যান করে নিন। আর এবার আপনি আপনার স্মার্টফোনের সঙ্গে জিওফোনেও হোয়াটসঅ্যাপ করতে পারবেন।

সোর্সঃ
 

Connect On :